মহানগর ডেস্ক : গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭ জন। এদিকে কিভাবে ঘিঞ্জি এলাকায় ৫ তলা বিল্ডিং নির্মাণ হল তা নিয়ে উঠছে প্রশ্ন। ২ তলা পর্যন্ত অনুমোদন থাকলেও প্রশাসনের চোখে ধুলো দিয়ে কীভাবে বাকি তলা উঠলো? ইতিমধ্যেই গ্রেফতার প্রমোটার। ঘটনার দায় নগরোন্নয়ন মন্ত্রীর ওপরই চাপাচ্ছেন বিরোধীরা।
গার্ডেনরিচের দুর্ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমজার বলেন, ”গোটা কলকাতায় অবৈধ নির্মাণের টেন্ডার তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা প্রতি স্কোয়ার ফিটে পয়সা নেয়। প্রতি স্কোয়ার ফিটে যদি পয়সা নেন তাহলে আপনার মেরুদন্ডে প্রতিবাদ করার জোর থাকবে? আজকে একটা ভেঙেছে, ৩০ বছর পর আরো বাড়ি ভাঙবে। আপনি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, চেতলা কোথায় যাবেন, সব জায়গায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয়। এরা হচ্ছে স্কোয়ার ফিট কাউন্সিলর।”
প্রসঙ্গত, পুকুর ভরাট করে নির্মাণের ঘটনা বেড়েই চলেছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে পুরসভার অনুমতি ও প্রশাসনিক নজরদারি নিয়ে। ঘটনার দায় বামেদের ওপর চাপিয়েছেন ফিরহাদ হাকিম। এদিকে চার মাস পুরনো বিল্ডিং ভেঙে পড়ার জন্য বামেরা কীভাবে দায়ী , পাল্টা সেই প্রশ্ন তুলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।