মহানোগর ডেস্ক: সম্প্রতি সমাজমাধ্যমে নানান ধরনের দৃষ্টিভ্রম সৃষ্টিকরি ছবি নিয়ে হইচই পড়ে। একটি ছবির মধ্যে একাধিক বিষয় লুকিয়ে থাকায় প্রত্যেকেই সেগুলি সমাধান করতে উঠে পড়ে লাগে। আর সেই ভ্রম কাটিয়েই আপনার দৃষ্টি সঠিক বিষয়টিকে বেছে নিতে পারছে কি না, সেটি এই অপটিক্যাল ইলিউশনের মূল আকর্ষণ থাকে।
এই ইলিউশনে চেনা জিনিসও অনেক সময় আমাদের চোখকে ধোঁকা দেয়। এক মুহূর্তে সেটা যে বস্তু মনে হয়, পরক্ষণে আবার তা অন্য মনে হয়। আর সেই দৃষ্টিভ্রমের কারণেই আমাদের অনেক সময় মাটিতে পড়ে থাকা দড়িকে সাপ কিংবা বরফের উপর হেঁটে আসা কুকুরকেও দুরন্ত মানুষ বলে মনে হতে পারে।
এখানে যে ভাইরাল হওয়া ছবিটি দেখা যাচ্ছে সেটি একটি সাদাকালো ছবি। দেখে বোঝাই যাচ্ছে বরফের দেশ। চার পাশে গাছপালা। আর বরফ চারিদিক ঢেকে দিয়েছে। তার মাঝেই দৌড়ানোর ভঙ্গিমায় একটা কিছু দেখা যাচ্ছে। আর ছবির আকর্ষণের কেন্দ্রই এই বস্তু। এটিকে দেখিয়েই সমাজমাধ্যমে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, ‘বলুন তো ওটা কী, মানুষ না কুকুর?’ এখানেই দৃষ্টির পরীক্ষা।
আপনার কী মনে হয়, ওটা কোনও মানুষ? না কি একটি কালোরঙা কুকুর? ছবিটি এমন ভাবে তোলা হয়েছে যাতে প্রথম নজরেই মনে হতে পারে দৌড়ানোর ভঙ্গিমায় একটি মানুষ কিন্তু আসলে সেটি একটি কুকুর। সেটি সামনের দিকে তাকিয়ে রয়েছে। ছবিটি এমন ভাবে তোলা হয়েছে যেখানে কুকুরের শরীরের অংশ আড়াল হয়ে গিয়ে দেখা যাচ্ছে একটি মানুষ।