মহানোগর ডেস্ক: সম্প্রতি সমাজমাধ্যমে নানান ধরনের দৃষ্টিভ্রম সৃষ্টিকরি ছবি নিয়ে হইচই পড়ে। একটি ছবির মধ্যে একাধিক বিষয় লুকিয়ে থাকায় প্রত্যেকেই সেগুলি সমাধান করতে উঠে পড়ে লাগে। আর সেই ভ্রম কাটিয়েই আপনার দৃষ্টি সঠিক বিষয়টিকে বেছে নিতে পারছে কি না, সেটি এই অপটিক্যাল ইলিউশনের মূল আকর্ষণ থাকে। এই ইলিউশনে চেনা জিনিসও অনেক সময় আমাদের চোখকে ধোঁকা দেয়। এক মুহূর্তে সেটা যে বস্তু মনে হয়, পরক্ষণে আবার তা অন্য মনে হয়।
আজেকের ছবিতেও রয়েছে, দুটি বিষয়। কিন্তু আরও একটি জিনিস লুকিয়ে রয়েছে তার মধ্যে। ছবি দেখলে সাধারণ চোখে ধরা দেবে একটি গাছ এবং ওই গাছের নীচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি। কিন্তু ভাল করে ছবিটি দেখলে দেখা যাবে গাছের আকৃতির মধ্যেই রয়েছে একজন লোকের চেহারা। আর ছবিতে আপনি প্রথম কি দেখছেন, তার উপর নির্ভর করে আপনার ব্যক্তিত্ব।
যদি ছবিতে প্রথমে গাছ ও তার নিচে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখেন: যে সমস্ত লোকেরা এই ছবিটা দেখবেন বুঝতে হবে তারা স্বপ্ন দেখতে এবং তা পুরো করতে চেষ্টা করেন। সর্বোপরি এরা নিজেদের স্বপ্ন পূরণ করতে মেহনত করেন এবং তাদের লক্ষ্য পূরণে সফল হল।
যদি আপনি প্রথমে গাছের মধ্যে চেহারা দেখেন: এই ছবিতে আপনি যদি আগে চেহারা নোটিশ করে থাকেন, তাহলে আপনিও সেই ব্যক্তি, যিনি নিজের চেয়ে বেশি অন্যদের কথা ভাবেন। অন্যরা খুশি থাকলে আপনি খুশি থাকেন। সবার আনন্দে থাকাটাই আপনার একমাত্র চাওয়া। আর এ কারণেই অন্যদের পছন্দ এর পাত্রী আপনিই।