Viral Optical Illusion: ছবিই বলবে আপনি কঠোর নাকি রাগি, দেখুন তো ছবিতে কি দেখতে পাচ্ছেন?

62

মহানগর ডেস্ক: সম্প্রতি মানুষের হৃদয় কিংবা চরিত্র চেনার জন্য Viral Optical Illusion এর ছবি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ছবি প্রকাশ্যে আসার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। একটি ছবির মধ্যে লুকিয়ে থাকছে দুই বা ততোধিক ছবি। এবারের ছবিতে রয়েছে একজন হেসে রয়েছে এবং আরেকজন খুব রেগে রয়েছে। আপনি প্রথমে কী দেখতে পাচ্ছেন, সেই দৃষ্টি আপনাকে বলে দেবে আপনার হৃদয় কতটা কঠোর বা আপনি কতটা নরম।

ছবি সামনেই এলে প্রথমে মনে হবে একজন দুঃখী ব্যক্তির মুখ কিন্তু, একটু ভালো করে খুজলেই সেই ছবিতে একজন রাগান্বিত ব্যক্তির মুখ খুঁজে পাওয়া সম্ভব। আর তার উপরেই নির্ভর করছে যাবতীয় সব উত্তর।

ভাইরাল হওয়া ছবিতে প্রথমেই একজন দুঃখী ব্যক্তির মুখ দেখলেই তাঁরা অনিদের থেকে অনেকটাই আলাদা হন। খুব সহজে অন্যদের বিশ্বাস করতে পারেন না। হৃদয় অনেকটাই বেশি কঠোর হয়। অন্যদিকে যারা প্রথমেই দেখছেন রাগান্বিত ব্যক্তির মুখ, তাঁরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে অন্যদের বিশ্বাস করে ফেলে। এর ফলে এদের হৃদয় অন্যের থেকে অনেকটাই কম কঠোর হয়।