মহানগর ডেস্ক: সমাজবাদী পার্টি (Samajwadi party) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) রবিবার ১০ জুন প্রয়াগরাজের (Prayagraj) ঘটনায় রাজ্য সরকারের বুলডোজারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। প্রসঙ্গে বলেন, ‘যে ব্যক্তি সারাদেশে এই ধরনের বিক্ষোভের সূত্রপাত করেছে, সে রয়েছে নিরাপত্তার অধীনে। কিন্তু কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই বুলডোজার চলছে বিক্ষোভকারীদের ঘরে। এটা কী ধরনের ন্যায়বিচার?’
প্রয়াগরাজের এসএসপি অজয় কুমার শনিবার বলেছেন, ‘মাস্টারমাইন্ড’ জাভেদ আহমেদকে আটক করা হয়েছে। তবে ঘটনার পেছনে আর কারা কারা রয়েছেন, তার খোঁজ করছে পুলিশ। প্রসঙ্গে তিনি জানিয়েছেন, জাভেদের মেয়েও এই কাণ্ডে জড়িয়ে। যদি প্রয়োজন পরে, তাহলে দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে দল পাঠানো হবে সেখানে। আটক করা হবে তাঁকেও।
আরও পড়ুন: ১১৪টি ফাইটার জেট কিনছে ভারতীয় বায়ুসেনা, তুঙ্গে প্রস্তুতি
প্রসঙ্গত, ১০ জুন প্রয়াগরাজ ছাড়াও সাহারানপুর, মোরাদাবাদ, হাতরাস, ফিরোজাবাদ ও আম্বেদকর নগর অশান্ত হয়ে ওঠে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই জেলাগুলি থেকে পুলিশ গ্রেফতার করেছে ৩০৬ জনকে। এডিজি প্রশান্ত কুমার বলেছেন, ঘটনায় আহত ১৩ জন পুলিশের চিকিৎসা চলছে। রাজ্যজুড়ে পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। নজরদারি রাখা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।