Home Featured WhatsApp Collapsed: বিশ্বজুড়ে আচমকাই দু ঘণ্টা বন্ধ হোয়াটস অ্যাপ পরিষেবা!

WhatsApp Collapsed: বিশ্বজুড়ে আচমকাই দু ঘণ্টা বন্ধ হোয়াটস অ্যাপ পরিষেবা!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: টানা দুঘণ্টা বন্ধ হোয়াটস অ্যাপ (WhatsApp Collapsed)। শুধু ভারত নয়, বিশ্বের বহু দেশে এদিন বেলা বারোটার পরেই হঠাৎই বন্ধ হয়ে যায় ম্যাসেজিং সার্ভিস। ফলে অসুবিধেয় পড়েন বিশ্বের কোটি কোটি মানুষ। এই মহাবিপর্যয়ে বন্ধ হয়ে যায় বহু জরুরি কাজ। সার্ভার ডাউন (Server Down) হওয়ায় কেউই আর হোয়াটস অ্যাপে বার্তা বিনিময় করতে পারেননি। দুপুর আড়াইটে নাগাদ ফের স্বাভাবিক হয় পরিষেবা। এদিন বেলা বারোটা সাত মিনিট নাগাদ ডাউন ডিটেক্টরের (Down Detector Noticed) নজরে পড়ে অস্বাভাবিক প্রোব্লেম রিপোর্ট। তারপরই শুরু হয় পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা। হোয়াটস অ্যাপ সব থেকে বেশি ব্যবহার করে ভারত। বেলা একটায় হোয়াটস অ্যাপ যাচ্ছে না বলে হাজার হাজার রিপোর্ট জমা পড়ে।

অধিকাংশই জানান মেসেজ না যাওয়ার। অনেকে জানান সার্ভারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং অ্যাপ ক্র্যাশ করে গিয়েছে। ইউরোপের ইটালি, তুরস্ক থেকে সোশ্যাল মিডিয়ার ইউজাররা জানান তাঁরা মেসেজ পাঠাতে পারছেন না। ব্রিটেনেও মুখ থুবড়ে পড়ে মেসেজ পরিষেবা বলে জানিয়েছে বিবিসি। টাকা লেনদেন, যোগাযোগের ব্যাপারে সারা বিশ্বের দু বিলিয়ন মানুষ হোয়াটস অ্যাপের ওপর নির্ভর করেন। যদিও হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ মেটা জানায় তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। তারা জানায় বহু মানুষ এখন মেসেজ পাঠাতে গিয়ে সমস্যায় পড়েছেন। প্রত্যেকের জন্য হোয়াটস অ্যাপ দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এদিকে এই বিপর্যয়ে অনেকই টুইটার ও অন্যান্য প্ল্যাটফর্মগুলিতে হ্যাসট্যাগ# অ্যাপ ডাউন নিয়ে মেমে টুইটার ও অন্যান্য প্ল্যাটফর্মে অনেকে মেমে পোস্ট করেন। একটি মেমেতে বলিউড অভিনেতা ফারহান আখতারের ছবি মিলখা সিংকে নিয়েও করা হয়। গত বছরের পর এটি প্রথম বড় ধরণের বিপর্যয় বলে জানা গিয়েছে।

You may also like