Home Featured WhatsApp data compromised : বিশ্বের চুরাশিটি দেশের পাঁচ কোটি হোয়াটস নম্বর চুরি হ্যাকারদের,প্রতারণার আশঙ্কা!

WhatsApp data compromised : বিশ্বের চুরাশিটি দেশের পাঁচ কোটি হোয়াটস নম্বর চুরি হ্যাকারদের,প্রতারণার আশঙ্কা!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: সারা বিশ্বের চুরাশিটি দেশের পাঁচ কোটি হোয়াটস অ্যাপ নম্বর চুরি করেছে (WhatsApp data compromised) অত্যন্ত পরিচিত একটি হ্যাকিং কমিউনিটি ফোরাম। এমনই তথ্য প্রকাশিত হওয়ার পর শুরু হয়েছে তোলপাড়। সাইবার নিউজ (Cyber News) জানিয়েছে, ডেটাসেটে রয়েছে বিশ্বের চুরাশিটি দেশের মধ্যে আমেরিকার তিন কোটি কুড়ি লক্ষ হোয়াটস অ্যাপ ইউজারদের তথ্য, (Data Of Whatsapp Users) ব্রিটেন এবং রাশিয়ার এক কোটি ইউজারদের তথ্য রয়েছে। হ্যাকারেদর দাবি মিশর, ইটালি, সৌদি আরব, ফ্রান্স ও তুরস্কের হোয়াটঅ্যাপ গ্রাহকদের তথ্য তাদের কাছে আছে।

মার্কিন ডেটা বেস তারা বিক্রি করছে সাত হাজার ডলারে। ব্রিটেনের হোয়াট অ্যাপ তথ্য আড়াই হাজার ডলার ও জার্মানির দু হাজার ডলারে বিক্রি করা হচ্ছে। সাইবার নিউজের গবেষকরা হ্যাকারদের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়েছেন এবং একটি নমুনা সংগ্রহ করেছেন, যাতে ব্রিটেনের ১,০৯৭টি হোয়াটস অ্যাপ নম্বর ও মার্কিনদের ৮১৭টি নম্বরের হদিশ পেয়েছে। অনুসন্ধান চালিয়ে গবেষকরা জানতে পেরেছে সব নম্বরগুলিই অ্যাকটিভ রয়েছে। তবে হ্যাকার জানায়নি কীভাবে ওই হোয়াটস অ্যাপ নম্বরগুলি সংগ্রহ করা হয়েছে। চুরি করা ডেটা বেসের সাহায্যে স্প্যামিং, জালিয়াতির চেষ্টা এবং পরিচয় চুরি ও আরো অনেক সাইবার সংক্রান্ত অপরাধ করা যেতে পারে বলে রিপোর্টে জানানো হয়েছে। প্রসঙ্গত, হোয়াটস অ্যাপে অসংখ্য প্রাইভেসি সেটিং রয়েছে। যার মধ্যে স্ট্যাটাস গোপন করা, প্রোফাইল পিকচার রয়েছে, যাতে ইউজাররা নিজেদের সুরক্ষিত রাখতে পারে।

You may also like