মহানগর ডেস্ক: ২০১২ সালের নতুন তথ্যপ্রযুক্তি আইনে ভারতে ছাব্বিশ লক্ষ হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল মেটা (Meta)। গত সেপ্টেম্বর মাসে ওই অ্যাকাউন্টগুলি তারা নিষিদ্ধ (Whats Apps Accounts Banned) করেছে। সোশ্যাল মিডিয়া যাতে দায়িত্বের সঙ্গে কাজ করতে পারে, সেদিকে লক্ষ্য করেই তথ্যপ্রযুক্তি আইন সংশোধন করা হয় বলে জানা গিয়েছে। সেইসূত্রেই ছাব্বিশ লক্ষ হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ভারতে পাঁচ কোটির কাছাকাছি মানুষ হোয়াটস অ্যাপ ব্যবহার করে থাকেন। সেপ্টেম্বরে ভারতে হোয়াটস অ্যাপ নিয়ে ছশো ছেষট্টিটি অভিযোগ জমা পড়ে।
মেটার এক কর্তা জানান, ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের সঙ্গে সঙ্গতি রেখে তাঁরা ২০২২ সালের সেপ্টেম্বরে তাদের রিপোর্ট প্রকাশ করেছেন। ব্যবহারকারীদের সুরক্ষা রিপোর্টে প্রাপ্ত অভিযোগকারীদের বিশদ বিবরণ এবং হোয়াটস অ্যাপ যেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তা জানানো হয়েছে। সেইসঙ্গে হোয়াটস অ্যাপের নিজস্ব প্ল্যাটফর্মে কোনওরকম অপব্যবহার রুখতে সাবধানতামূলক ব্যবস্থার কথা জানানো হয়েছে। গত আগস্ট মাসে ভারতে তেইশ লক্ষ হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়। ওই অ্যাকাউন্টগুলি খারাপ অর্থে ব্যবহার করার অভিযোগ উঠেছিল। ২০২১ সালের নয়া প্রযুক্তি আইনে বড় ডিজিটাল ও সোশ্যাল মিডিয়াগুলিতে প্রতিমাসে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারের দাবি ইন্টারনেটকে বিশ্বাসযোগ্য,নিরাপদ ও উন্মুক্ত রাখার উদ্দেশে তথ্যপ্রযুক্তি আইনে সংশোধন করা হয়েছে। ডিজিটাল নাগরিকদের অধিকার সুরক্ষিত করতেই এই সংশোধন বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রক।