মহানগর ডেস্ক: গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তার দেখা মেলেনি। গুমোট আবহাওয়ায় অস্বস্তি বাড়ছে সকলের। এদিকে বুধবার হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) জানিয়েছে, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। আবহবিদদের বক্তব্য, কমতে পারে গুমোট ভাব।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ৯ তারিখ পর্যন্ত বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও দেখা মেলেনি তার। উল্টে গুমোটভাবে অস্বস্তি বাড়ছে সকলের। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: নবীর অসম্মানের বদলা,ভারতে আত্মঘাতী হামলার হুমকি আল কায়দার
মূলত বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে সকলকে। বৃষ্টি হলে কিছুটা রেহাই মিলবে এই ভ্যাপসা গরম থেকে। একদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু ততটা কলকাতা সহ দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা দেখছেনা আবহবিদরা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় এক-দু পশলা বৃষ্টি হতে পারে। কিন্তু অস্বস্তি বজায় থাকবে কলকাতায়। বৃষ্টি হলে তবে মিলবে স্বস্তি।