মহানগর ডেস্ক: শুক্রবার গুজরাটে (Gujarat) অবৈধ মদ ও মাদকের ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর প্রশ্ন, “কে সুরক্ষা দিচ্ছে এই সকল মাফিয়াদের?” চলতি মাসের ২৫ তারিখ বিষ মদ খাওয়ার পরে গুজরাটের বোটাদ এবং পার্শ্ববর্তী আহমেদাবাদ জেলার ৪২ জন লোক মারা গিয়েছেন। ৯৭ জনের কাছাকাছি মানুষ এখনও ভর্তি রয়েছেন ভাবনগর এবং আহমেদাবাদের হাসপাতালে। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন এই বিষয়ে।
এদিন টুইটারে রাহুল গান্ধী বলেন, “গুজরাটে অবৈধ মদ বিক্রির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক সংসার। ক্রমাগত সেখান থেকে কোটি কোটি টাকার মাদক উদ্ধার করা হচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগের বিষয় বাপু এবং সর্দার প্যাটেলের জমিতে। এই লোকেরা কারা যারা নির্বিচারে নেশার ব্যবসা করছে?”
প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, ‘কোন দল এই মাফিয়াদের সুরক্ষা দিচ্ছে? যাঁরা দিচ্ছে, তাঁরা সাধারণ মানুষের সংসার ভাঙছে’। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিষাক্ত মদ বিক্রির জেরে গ্রেফতার হয়েছেন ১৫ জন। এদিন মাদকের ব্যবসা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।