মহানগর ডেস্ক: আপনি কি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা? দীর্ঘদিন যাবৎ কোনো চাকরির খোঁজ পাচ্ছেন না? এবার রাজ্যের বিধানসভা দপ্তরে নেওয়া হবে কর্মী। নিয়োগের বিশেষ বিশেষত্ব হচ্ছে, রাজ্যের বিভিন্ন জেলা প্রান্ত যেকোনো প্রার্থী চাইলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে কর্মী নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী পদে নিযুক্ত করা হবে। তাই দেরি না করে চলুন জেনে নেয়া যাক আবেদনের বিস্তারিত খুঁটি-নাটি।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আবেদন করুন।
১. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করে নিন
২. এবার ডাউনলোড পাতাগুলি সাদা A4 সাইজের পেপারে প্রিন্ট আউট নিন।
৩. এরপর আবেদনপত্রে উল্লিখিত (আবেদনকারীর নাম, বাবার নাম, বয়স, লিঙ্গ, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি) নিজের যাবতীয় তথ্য দিয়ে পত্রটি পূরণ করতে হবে।
৪. অবশ্যই নিজের সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে নিচে একটি সিগনেচার করে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সেল্ফ অ্যাটেস্টে সহ যাবতীয় নথির ফটো কপি (Attached photocopy of your all documents with application form)।
৫. সব শেষে ওই তথ্য যুক্ত আবেদন পত্রটি নিম্নলিখিত ঠিকানায় উল্লেখিত তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
কি কি ডকুমেন্ট আবশ্যক: এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে-
১. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
২. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
৩. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৫. কাজের অভিজ্ঞতা (Work experience certificate) যদি থাকে।
৬. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর।
৭. বৈধ একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
৮. সরকার স্বীকৃত সংস্থার কম্পিউটার অ্যাপ্লিকেশন এর শংসাপত্র।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: পশ্চিমবঙ্গে বিধানসভা দপ্তর (West Bengal Legislative Assembly Secretariat) এর তরফ থেকে এই ডাটা এন্ট্রি অপারেটর তথা DEO পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে যেকোনো সরকার স্বীকৃত সংস্থা থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ওপর সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের বয়সে অবশ্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: এই পদে যিনি নিযুক্ত হবেন, তাঁকে মাসে মোটামুটি গড় বেতন সর্বনিম্ন ১৩,০০০ টাকা করে দেওয়া হবে।
আবেদনের সময়সীমা: আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আবেদন জানাতে পারবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: যে পদের জন্য আবেদন করছেন তার নাম চিঠি খামের উপর লিখুন। তারপর নিম্নলিখিত ঠিকানা লিখে তা পোস্ট অফিসের এর মাধ্যমে পাঠিয়ে দিন। ঠিকানা- The Secretary, West Bengal Legislative Assembly, Assembly House, Kolkata – 700001
অফিসিয়াল ওয়েবসাইট: http://www.wbassembly.gov.in/