মহানগর ডেস্ক: গতকালই রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) সমর্থন করার কথা জানিয়েছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। আর তারপরই মহা বিকাশ আঘাদির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গে বুধবার মহারাষ্ট্র কংগ্রেসের নেতা বালাসাহেব থোরাট (Balasaheb Thorat) বলেছেন, “যাঁরা ভারতের সংবিধানকে বাঁচিয়ে রাখতে চায়, তাঁরা সকলেই যশবন্ত সিনহাকে সমর্থন করছে। কিন্তু শিবসেনার আসল উদ্দেশ্য সম্পর্কে আমি কিছুই বলতে চাই না”।
দলের সাংসদদের এক প্রকার চাপে পড়েই নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন উদ্বব ঠাকরে। টুইট করে বালাসাহেব লিখেছেন, “রাষ্ট্রপতি নির্বাচন আসলে দুই আদর্শের মধ্যেকার লড়াই। নারী-পুরুষের কোনও বিরোধী নয়, আদিবাসী বা নন-ট্রাইবাল প্রতিনিধির দন্দ্বও নয়। কিন্তু ভারতের গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচিয়ে রাখার লড়াই হবে রাষ্ট্রপতি নির্বাচনে”। সেইসঙ্গে শিবসেনার সিদ্ধান্তে আঙুল তুলে তিনি বলেছেন, ‘যাঁরা ভারতের সংবিধানকে বাঁচিয়ে রাখতে চায়, তাঁরা সকলেই যশবন্ত সিনহাকে সমর্থন করছে। কেন দ্রৌপদী মুর্মুকে সমর্থন করছে শিবসেনা? দলের তরফে বেশ কিছু কারণ জানানো হয়েছে। কিন্তু তাঁদের আসল উদ্দেশ্য সম্পর্কে আমি কিছুই বলতে চাই না। তাঁরা একটি স্বতন্ত্র রাজনৈতিক দল। নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে’।
राष्ट्रपती पदाची निवडणूक ही वैचारिक लढाई आहे. लोकशाही आणि संविधान रक्षणासाठी सुरू असलेला हा संघर्ष आहे. स्त्री, पुरुष किंवा आदिवासी, बिगर आदिवासी अशी ही लढाई नाही.
जे संविधान आणि लोकशाहीच्या संरक्षणाच्या बाजूने आहेत ते सर्व यशवंत सिन्हा यांना पाठिंबा देत आहेत. pic.twitter.com/LSykyJ0b6L— Balasaheb Thorat (@bb_thorat) July 12, 2022
এমনকি এদিন মহারাষ্ট্র সরকার বদলের জন্য শিবসেনাকেই দায়ী করেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের সরকার ফেলে দেওয়া হল। শিবসেনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় শিবসেনার কার্যকলাপ কিছুই আমার বোধগম্য হয়নি। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি দলের শীর্ষ নেতৃত্ব’। বিশেষজ্ঞদের দাবি, ভবিষ্যতে দলীয় সাংসদদের চাপে বিজেপির সঙ্গে হাত মেলাতেও পারেন উদ্ধব। তখন মহা বিকাশ আঘাদির অস্তিত্ব থাকবে না।
কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, নিজের দল বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে ঠাকরে। অতীতে বিজেপির সঙ্গে থেকেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিভা পাটিলকে সমর্থন করেছিল তাঁরা। এদিকে এনসিপি জানিয়েছে, নিজেদের অবস্থানে অটল থেকে সিনহাকেই সমর্থন করবেন তাঁরা। দলের রাজ্য সভাপতি জয়ন্ত পাটিল জানিয়েছেন, সব রাজনৈতিক দলের সিদ্ধান্ত নেবার অধিকার রয়েছে। তাতে জোট সঙ্গীদের হস্তক্ষেপ করা সাজে না। তবে দ্রৌপদী মুর্মুকে সমর্থনের আগে কোনও আলোচনা করেনি শিবসেনা। এদিন প্রসঙ্গে বালাসাহেব থোরাট শিবসেনার আসল উদ্দেশ্য সম্পর্কে কোনও কিছুই বলতে চাননি। উদ্ধব ঠাকরের সিদ্ধান্তে তিনি যে অখুশি, তা তাঁর কথায় পরিষ্কার বোঝা গিয়েছে।