Home Entertainment Rani’s daughter: আদিরাকে ক্যামেরার সামনে আসতে দিতে চান না! কিন্তু কেন?

Rani’s daughter: আদিরাকে ক্যামেরার সামনে আসতে দিতে চান না! কিন্তু কেন?

by Arpita Sardar

মহানগর ডেস্ক: দেখতে দেখতে ৬ বছরে পা দিয়েছে ছোট্ট আদিরা। কিন্তু তাকে ক্যামেরা থেকে শত হাত দূরে রাখতে চান তারকা মা রানি মুখার্জি। আর এর পিছনে রানির যুক্তি বেশ দূরদৃষ্টি সম্পন্ন মনোভাব পরিস্ফুট করেছেন। কারণ সেলেব কন্যা মানেই তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে একেবারে আলাদা বা বিশেষ ব্যবহার, খাতির, যত্ন পেয়ে থাকেন। আর ছোট থেকেই তারা এই বিশেষ জিনিসের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক ভাবে বেড়ে ওঠার ছন্দটাই জীবন থেকে হারিয়ে যায়। আর সেই ব্যাপারটা একেবারেই পছন্দ নয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এবং তাঁর চলচ্চিত্র পরিচালক স্বামী আদিত্য চোপড়ার। কন্যা আদিরা কে তারা স্পটলাইট এনে বিব্রত করার পরিবর্তে ছাপোষা জীবনের স্বাদ দিতে চান। সে জন্য কন্যাকে সব সময় চেষ্টা করেন আলোকচিত্রীদের থেকে শত হাত দূরে রাখতে।

রানি জানিয়েছেন, তিনি চান না মেয়ের মনে এখন থেকেই ঢুকিয়ে দিতে যে তাঁর মা বাবা একজন সফল তারকা। অভিনেত্রী আরও জানান, আদিরা স্কুলে আর পাঁচ জন শিশুর মতো স্বাভাবিক শৈশব নিয়ে বড় হোক, কোনও বিশেষ খাতির যত্নে পক্ষপাতী তিনি নন। তিনি জানান, ‘‘জনসমক্ষে বেরিয়ে আদিরা মুক্ত ভাবে ঘুরে বেড়াক। লোকে চিনতে পেরে প্রতিনিয়ত ছেঁকে ধরলে ছোটবেলার আনন্দ, জীবন উপভোগটাই মাটি’’

তবে শুধু রানি নন, এখন বলি তারকাদের সন্তানদের মুখ না দেখানো টা ট্রেন্ড হয়ে গেছে। আর এর পিছনে কারণ স্বরূপ রানির কথাটাই মানেন ক্রিকেটতারকা বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা। তারাও তাদের ২ বছরের কন্যা ভামিকার মুখ দেখাননি বাইরের লোককে। আসে প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাসের কন্যা মালতীর কথা। যদিও তার চেহারা দেখা গিয়েছে। তবে সবাই ভাবছেন হয়তো ১ বছর পূর্ণ হলেই তবে কন্যার মুখ দেখাবেন তারকাজুটি? এই প্রসঙ্গে উঠে আসে সোনম কপূর ও আনন্দ অহুজার পুত্র এর কথা। আবার সম্প্রতি মা হওয়া আলিয়া ভট্ট, বিপাশা বসুর কথা। তারাও তাদের সদ্যোজাত কন্যাদের ছবি প্রকাশ্যে আনেন নি। আবার করিনা কপূর ও সইফ আলি খান তাঁদের দুই পুত্র তৈমুর আর জহাঙ্গিরকেও চিত্রসাংবাদিকদের থেকে দূরে রাখেন।

সবার হাজার কৌতূহল সত্ত্বেও তারকাসন্তানদের মুখ দেখা এখন রীতিমতো কঠিন। কারণ অল্প বয়সে চর্চার মুখে পড়ে তাদের শিশুদের সুস্থ জীবনের স্বাদ কেড়ে নিতে কোনও সচেতন বাবা-মা চাইবেন না, সেটাই স্বাভাবিক।

You may also like