Home Featured Bihar: ‘আমি কেন পদত্যাগ করব? আগে বিহারের মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ নিতে দিন’, মন্তব্য বিজেপি মন্ত্রীর

Bihar: ‘আমি কেন পদত্যাগ করব? আগে বিহারের মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ নিতে দিন’, মন্তব্য বিজেপি মন্ত্রীর

by Anamika Nandi
Bihar: 'আমি কেন পদত্যাগ করব? আগে বিহারের মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ নিতে দিন', মন্তব্য বিজেপি মন্ত্রীর

মহানগর ডেস্ক: মঙ্গলবার দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। এদিকে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির সঙ্গে জোট ভেঙে দেবে জেডিইউ। সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির (BJP) এক মন্ত্রী জানিয়েছেন, ‘বিহারের মুখ্যমন্ত্রী যতক্ষণ না কোনও পদক্ষেপ নিচ্ছেন ততক্ষণ তিনি পদত্যাগ করবেন না’।

বিগত বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, এনডিএ জোট ভেঙে দেবে জেডিইউ। নানা বিষয়ে NDA-র সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল জনতা দলের। এই আবহে নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিজেপির অন্তর্গত বিহারের মন্ত্রী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “নীতীশ কুমার কী করবেন সেই অপেক্ষাতেই রয়েছি। তারপরে আমাদের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে। আগে আমি কেন পদত্যাগ করব?”

আজ মঙ্গলবার বিকেল চারটে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা নীতীশ কুমারের। দলীয় বৈঠকের পর সংসদ এবং বিধায়করা জানিয়ে দিয়েছেন, নীতীশ কুমার যে সিদ্ধান্ত নেবেন তাতে দলের সমর্থন রয়েছে। এর দরুন পরিষ্কার হয়ে গিয়েছে, এনডিএ জোট থেকে নীতীশ কুমারের বেরিয়ে আসা এখন শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে নিতীশ কুমারের বাড়িতে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। জানা গিয়েছে, রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাঁর সঙ্গে থাকবেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সূত্র অনুযায়ী, বিহার মন্ত্রিসভা থেকে ইস্তফা দেবেন ১৬ জন বিজেপি মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়ভার সামলাতে পারেন তেজস্বী। তবে এখনই পদত্যাগ করতে ইচ্ছুক নন এক বিজেপি মন্ত্রী।

এদিকে আরজেডি বিধায়করা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে দেখা করেছেন। পাশাপাশি একটি বৈঠক করেছে বিজেপিও। অন্যদিকে রাজ্যসভার সদস্য তথা নীতীশ কুমারের আস্থাভাজন ব্যাক্তি রাম নাথ ঠাকুর বলেছেন, “আমাদের দল অতীতে সাংসদ ও বিধায়কদের নিয়ে এমন অনেক সভা করেছে। আমাদের জানানো হয়েছে, সাংগঠনিক বিষয়ে আলোচনার জন্য বর্তমান বৈঠক ডাকা হয়েছে। NDA-তে কোনও বড় সংকটের কথা কখনও কানে আসেনি”। নানা জল্পনা, কল্পনার মাঝেই কংগ্রেস জানিয়েছে, দল পাশে থাকবে নীতীশ কুমারের।

You may also like