মহানগর ডেস্ক: রীতিমতো রোমহর্ষক (Thrilling Incident) ঘটনাই বটে, যে দৃশ্য দেখলে আতঙ্কিত হওয়ারই কথা। দু ধারে ঘন জঙ্গল। মাঝখান চিরে বেরিয়ে গিয়েছে রাস্তা। সেই রাস্তায় জনা চল্লিশেক যাত্রী নিয়ে ছুটে যাচ্ছিল বেসরকারি বাস। ঠিক এমন সময় রাস্তা আগলে দাঁড়াল এক বুনো হাতি । তারপরই তাড়া করতে শুরু করল বাসটিকে। সামনে মূর্তিমান বিপদ। এখন উপায় ?এখনই বাসে হামলা চালাতে পারে হিংস্র বুনো হাতিটি। উপায়ন্তর না দেখে বাস পেছন দিকে চালাতে শুরু করলেন চালক। বুনো হাতি এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে সমানে তাড়া করতে থাকে (Wild Elephant Chased))। শেষপর্যন্ত আট কিলোমিটার পর্যন্ত এসে রণভঙ্গ দেয় সে। বুনো হাতি আর তাড়া করছে না দেখে বাস থামিয়ে দেয় চালক। এক যাত্রী বাসের সামনে হিংস্র্ বুনো হাতির তাড়ার টানা দৃশ্যটি মোবাইলে তোলেন।
ভিডিওয় দেখা গিয়েছে খেপে যাওয়া বুনো হাতিটি শুঁড় দোলাতে দোলাতে ছুটে আসছে। বাসের সব যাত্রী ভয়ে চিৎকার করে উঠেছেন। তারপর সোজা পেছন দিক থেকে বাসটি চলতে শুরু করেছে। বিপদের মধ্যে ঘাবড়ে না গিয়ে চালক অম্বুজাক্ষণ গিয়ার ব্যাকে দিয়ে বাসটিকে পেছনে চালাতে শুরু করেন। আম্বালাপাড়া থেকে অনাক্কাম পর্যন্ত বাস পেছনে নিয়ে যান। তারপর অবশ্য বাস চালানো বন্ধ করেন তিনি। কারণ তারপর হাতিটি ফের জঙ্গলে ফিরে যায়। সংবাদমাধ্যমকে চালক জানান, এটা একটা অবিস্মরণীয় ঘটনা। এই অভিজ্ঞতা সারাজীবনে তিনি কোনওদিন ভুলতে পারবেন না। সবাই আতঙ্কে সিঁটিয়ে গিয়েছিলাম। বাস পেছনে চালানো ছাড়া আর কোনও উপায় ছিল না। আট কিলোমিটারের বেশি চালাতে হয় তাঁকে। এলাকার বাসিন্দারা জানিয়ছেন ওই বুনো হাতিটিকে গত দু বছর ধরে ঘনঘন ওই এলাকায় দেখা যাচ্ছে। তাকে নিয়ে সবাই আতঙ্কে রয়েছেন। বুনো হাতিটির নাম দেওয়া হয়েছে কাবালি। অভিনেতা রজনীকান্ত অভিনীত ছবির মূল চরিত্রের নামেই তার নাম রাখা হয়েছে।