Home Featured Wine Party In Police Station : বিহারে থানার লকআপে মদের আসর, গ্রেফতার দুই পুলিশ-সহ সাত

Wine Party In Police Station : বিহারে থানার লকআপে মদের আসর, গ্রেফতার দুই পুলিশ-সহ সাত

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: নীতীশকুমারের বিহারে মদ বিক্রি ও খাওয়া নিষিদ্ধ অনেক দিন ধরেই। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছেন মদের ব্যবসা বন্ধ করলে নগদ একলক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এবার সেই বিহারেই এক্সাইজ বিভাগের থানার (Excise Department’s Police Station) লকআপে বন্দিদের নিয়ে দিব্যি খানা-পিনার আসর চলল(Wine Party In Police Station)। চলল দেদার মদ্যপান। এই ঘটনায় দুজন পুলিশকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বিহারের পালিগঞ্জের এক্সাইজ বিভাগের থানার লকআপে। জানা গিয়েছে লকআপে মঙ্গলবার বিকেলে পাঁচজনকে গ্রেফতার করে লকআপে রাখা হয়।

রাতের দিকে সিনিয়র পুলিশ অফিসাররা খবর পান থানার লকআপে মদের আসর বসানো হয়েছে। খবর পাওয়ার পরই পালিগঞ্জ এসএসপি অবধেশ দীক্ষিত একটি পুলিশের টিম গঠন করে থানায় হানার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পরই থানায় হানা দিয়ে পাঁচজনকে মদ খেতে দেখতে পায় পুলিশের ওই দলটি। হানা দিয়ে পাঁচ লিটার মদও উদ্ধার করা হয়। তাদের গ্রেফতার করার পাশাপাশি কর্তব্যে গাফিলতির দায়ে দুজন পুলিশকেও গ্রেফতার করে পুলিশ। দীক্ষিত জানান বৃহস্পতিবার থানার লকআপে মদের পার্টির ভিডিও কেউ একজন পাঠায়। ভিডিওটি দেখার পর সেখানে হানা দেয় পুলিশের দলটি। ধৃতদের কাছ থেকে মোবাইল ফোনও আটক করা হয়। পুলিশের সন্দেহ ধৃতরা বাইরে থেকে মদ এনে থানার লকআপে খাওয়ার ব্যবস্থা করেছিল। অভিযুক্তদের বিরুদ্ধে নগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

You may also like