Home Featured Wine Thief Monkey : মদের দোকানে “ডাকাতি” করে বোতল খুলে ঢকঢক করে মদ খাচ্ছে বানর!

Wine Thief Monkey : মদের দোকানে “ডাকাতি” করে বোতল খুলে ঢকঢক করে মদ খাচ্ছে বানর!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: শুনেছেন কি নেশার টানে মদের দোকানে ঢুকে বোতল খুলে ঢকঢক করে পাকা নেশাখোরের মতো মদ খাচ্ছে লেজধারী বানর(Wine Thief Monkey) ? মদে বড় আসক্তি (Addicted To Wine)। নেশার তাগিদে তর সয় না আর। তাই ঝোপ বুঝে কোপ। রীতিমতো ডাকাতদের মতো মদের দোকান ভেঙে ঢুকে হাত বাড়িয়ে তুলে নিচ্ছে মদের গ্লাস। তারপর সে যা করছে,তা দেখে হতবাক সবাই। দেখে মনে হতে পারে তার মতো নেশাখোর পাওয়া মুশকিল। আকণ্ঠ পান করে প্রায় টলতে টলতে দোকান ছেড়ে চলে যাচ্ছে বানরটি। তার এই কাণ্ড ভিডিওয় তোলা হয়েছে।

চমকপ্রদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বেরিলিতে। সেখানে মদের দোকান ভেঙে ঢুকে বোতল হাতিয়ে বানরের মদ খাওয়ার ঘটনাই নয়, ওই মদ চোর মাতাল বানরের বিরুদ্ধে লোকের কাছ থেকে মদের বোতল চুরি করার অভিযোগ রয়েছে। মদের দোকান থেকে বোতল চুরি করে বিয়ার খাওয়ার অবিশ্বাস্য ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই লোকজনের চোখ ছানাবড়া। কেউ কেউ মজায় ফেটে পড়েছেন। ভিডিওয় দেখা দিয়েছে দিব্যি মাটিতে বসে বোতল খুলে মুখে ঢকঢক করে মদ ঢালছে বানরবাবাজি। মদ খাওয়ার ধরণ দেখে মনে হচ্ছে সে এসবে অনেকদিন ধরেই অভ্যস্থ। আচলগঞ্জের এক মদ বিক্রেতা বানরের এই কীর্তিতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। জানিয়েছেন বানরটাকে তাড়া করলে উল্টে সে আঁচড়ে, কামড়ে দেয়। এলাকার মদের দোকানিরা জানিয়েছেন অভিযোগ জানালেও তাতে সাড়া দেয়নি প্রশাসন। জেলার আবগারি অফিসার রাজেন্দ্রপ্রতাপ সিং জানিয়েছেন, বানরটিকে ধরার জন্য বনদফতরের লোকজনদের সাহায্যে চেষ্টা করা হচ্ছে। খুব শীঘ্রই ওই মদ-চোর বানরকে ধরা হবে।

You may also like