মহানগর ডেস্ক: বৌদ্ধ সন্ন্যাসিনীর ভুয়ো পরিচয়ে দিব্যি চালিয়ে যাচ্ছিলেন ভারত বিরোধী (Anti-National Activities) কাজকর্ম। কাকপক্ষীতেও ওই চিনের নাগরিক মহিলার এসব অপকর্ম টের পায়নি। চালিয়ে যাচ্ছিলেন গুপ্তচর বৃত্তিও। কিন্তু শেষপর্যন্ত তাঁর জারিজুরি ধরে ফেলে দিল্লি পুলিশ (Delhi Police)। খোঁজখবর নিয়ে জানা যায় ওই মহিলা চিনের হাইনান প্রদেশের বাসিন্দা (Woman Citizen Of China)। তাঁর আসল নাম চাই রাউ। তিনি বৌদ্ধ সন্ন্যাসী (Budhhist Monk) সেজে তাঁদের মতো পরম্পরাগত পোশাক পরে থাকতেন। ছোট ছোট করে চুলও কেটেছিলেন। কেউই তাঁর আসল পরিচয় জানতে পারেননি। নাম নিয়েছিলেন দোলমা লামা। গোপনে চালিয়ে যাচ্ছিলেন নানা অবৈধ কাজকর্ম। কেউই তাঁকে সন্দেহ করতে পারেনি। সবাই জানতেন তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসিনী।
নেপাল থেকে এসেছেন। তাঁকে উত্তর দিল্লির তিব্বতি উদ্বাস্তু কলোনি টিলা থেকে তাঁকে আটক করা হয়। ওই টিলা পর্যটকদের কাছে জনপ্রিয়। তাঁর কাছ থেকে নেপালের নাগরিকত্বের শংসাপত্র পাওয়া গিয়েছে। তাতে তাঁর নাম রয়েছে দোলমা লামা। তবে যখন ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে খোঁজখবর নেওয়া হয়,তখন জানা যায় তিনি চিনের নাগরিক। ২০১৯ সালে ভারতে এসেছিলেন। এরপরই পুরো ঘটনার পর্দাফাঁস হয়। জানা যায় তিনি বৌদ্ধ সন্ন্যাসী সেজে দিল্লিতে বসে ভারত বিরোধী কাজ চালিয়ে যাচ্ছিলেন। তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অপরাধ ষড়যন্ত্র, পরিচয় নিয়ে মিথ্যে পরিচয়, গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিয়ে প্রতারণা, অসৎ অভিপ্রায়-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এছাড়া ভারতীয় দণ্ডবিধি ও বিদেশি আইনের অধীনে অভিযোগ এনেছে পুলিশ।