Home Featured Woman Comforting Lion: বিশ্বাস করুন, এই মহিলা সিংহের সঙ্গেই এক বাড়িতে থাকেন!

Woman Comforting Lion: বিশ্বাস করুন, এই মহিলা সিংহের সঙ্গেই এক বাড়িতে থাকেন!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: আপনার কী নার্ভ শক্ত? কারণ নার্ভ শক্ত না হলে এই মহিলার ঘটনা আপনি যতই পড়বেন, ততই আতঙ্কে শিকার হতে পারেন। কারণ ইনস্টাগ্রামে যে ভিডিও পোস্ট করা (The shocking video) হয়েছে,সেই ভিডিও দেখে অনেকেরই বুকের রক্ত জল হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। কারণ যে কেশরঅলা পশুরাজকে চিড়িয়াখানায় দেখলে আমাদের সবার রক্ত হিম হয়ে যায়, সেই সিংহের সঙ্গেই একইবাড়িতে বাস করেন তিনি। ভিডিওয় দেখা গিয়েছে ওই মহিলা তাঁর পোষ্য সিংহকে হাত দিয়ে আদর করছেন (woman comforting lion)
। আর সেই ভয়ঙ্কর কেশরঅলা সিংহও বেশ উপভোগ করছে তার মালকিনের সোহাগ। আর সেই দৃশ্য দেখলে যে কারোরই চুল খাড়া হয়ে যাওয়ার জোগাড় হবেই হবে। পশুরাজ বলে কথা। তার একটা হুঙ্কারেই চারদিক কেঁপে ওঠে। অতিবড় সাহসীরও বুক কাঁপতে থাকে। হাতের থাবা গায়ে পড়লেই প্রাণ যায় যায় অবস্থা।

কিন্তু এই মহিলা রীতিমতো স্নেহের বাঁধনে তাকে বেঁধে রেখেছেন। তাকে আদরে ভরিয়ে তুলেছেন। আর ইনস্টাগ্রামে এই হাড়হিম করা মালকিনকে সিংহের ভালোবাসা দেখে অনেকেরই মুখ থেকে কথা হারিয়ে গিয়েছে। নেটিজনদের অবস্থাও আমার আপনার মতো হয়ে গিয়েছে। ভিডিওটির ভিউয়ার সংখ্যা তিনশো সাতাশি হাজারেরও বেশি। ভিডিও দেখে ইউজারা একরকম থরহরি কম্প হয়ে নানা কমেন্ট করেছেন। কেউ কেউ বলেছেন, সিংহরা খেলনা নয় যে তাদের সঙ্গে খেলা করা যায়। আবার কেউ কেউ সবিনয়ে পরামর্শ দিয়েছেন, ম্যাডাম, একটু সাবধানে ওকে হ্যান্ডলিং করবেন। একটু বাড়তি সতর্কতা নেবেন অবশ্যই। একজন ইউজার লিখেছেন এটা খুবই বিপজ্জনক একটা ব্যাপার। যা করেছেন করেছেন, আবার চেষ্টা করবেন না। সিংহরা কিন্তু পোষ্য নয়। এই সিংহের পিঠে আলতো করে আঁচড় দিচ্ছেন, তখন কিন্তু সামলে। একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে এক চিড়িয়াখানার রক্ষক দুটি কুমিরকে আদর করছেন। কুমিরদুটিকেও বেশ মজা করেই আদর উপভোগ করতে দেখা গিয়েছে। কুমিরদেরও একটু স্নেহ আদর দরকার। তবে মনে রাখতে হবে ওরা পোষ্য নয়। যেমনটা বেড়াল কুকুররা পোষ্য হয়।
.

You may also like