মহানগর ডেস্ক: স্বচ্ছ পোশাক পরে ধর্মীয় প্রার্থনার তালে তালে নাচ করছেন মহিলারা (Women Dancing With Scanty Dresses) । ইউটিউবে দক্ষিণের সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদের বিরুদ্ধে তাঁর নতুন গানের জন্য থানায় দায়ের হল মামলা। অভিযুক্ত সঙ্গীত পরিচালক ডিএসপি (Music Director DSP) নামেই পরিচিত। তাঁর পরিচালনায় নতুন গান “ও পারি” হিন্দু ভাবাবেগে আঘাত করেছে,এই অভিযোগ জানিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন দক্ষিণের অভিনেতা কারাটে কল্যাণী। তাঁৎ অভিযোগ সংক্ষিপ্ত পোশাক পরা মহিলারা ধর্মীয় প্রার্থনার পাশাপাশি যে গান গেয়েছেন, সেই গানের কথাগুলি মারাত্মক আপত্তিকর এবং তা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। ওই গান ইউটিউবে দেখানোর পরে কুড়ি মিলিয়ন ভিউ হয়েছে। অভিনেতা কল্যাণী জানিয়েছেন, যদি কেউ ভাগবত গীতার পুরো শ্লোক বলতে না পারেন বা অন্য কোনও পবিত্র গ্রন্থের বাণী বলতে না পারেন, তখন সবাই তাঁদের খুব সাধারণভাবে হরে কৃষ্ণ হরে রাম বলতে বলেন। এমনকী ধর্মগ্রন্থের শ্লোকগুলি এতটাই শক্তিশালী যা হিন্দু ধর্মের সমৃদ্ধ সংস্কৃতিকে মনে করিয়ে দেয়।
অভিযোগকারী অভিনেতা আরও জানিয়েছেন, “উ অন্তভা উ উ অন্তভার” মতো আইটেম গানের সুরকার এখন এই ধরণের গানের সুর দিয়েছেন, যে গানে দেখা গিয়েছে মহিলা স্বচ্ছ পোশাক বিকিনি পরে ধর্মগ্রন্থের শ্লোকে উদ্দাম নাচ করছেন। হিন্দু ধর্মগ্রন্থের শ্লোক গেয়ে প্রার্থনা জানিয়ে এই ধরণের রুচিহীন,বিকৃতমনস্ক নাচ হিন্দুদের ভাবাবেগকে আঘাত করেছে। সুরকার কী একবারও ভেবেছিলেন এরকম প্ররোচনামূলক নাচ কতটা আঘাত করতে পারে হিন্দুধর্মাবম্বীদের। হিন্দু ধর্মকে বাঁচাতে না পারে,তাঁকে অসম্মান করাটা ঠিক নয়। এ জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত বলেই মনে করছেন দক্ষিণের এই অভিনেতা। ওই গানটি ইউটিউব থেকে তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তা যদি করা হয় তাহলে তাঁর স্টুডিওয় প্রতিবাদ বিক্ষোভ জানিয়ে সঙ্গীত পরিচালককে তাঁদের কথা শুনতে বাধ্য করবেন। এদিকে ইউটিউব থেকে ওই গানটি তুলে নেওয়ার দাবি জানিয়েছে বিজেপিও। অন্ধ্রপ্রদেশের দলের সাধারণ সম্পাদক এস বিষ্ণুবর্ধন রেড্ডি জানিয়েছেন তিনি সঙ্গীত পরিচালক ডিএসপিকে অবিলম্বে হিন্দুসম্প্রদায়ের মানুষের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ ছবির জগতে কিছু মানুষের অভ্যাসই হয়ে গিয়েছে হিন্দু দেবদেবীকে অসম্মান করা।
•