Home Featured PM Modi: তেল না দিয়ে দেশের উন্নতির জন্য কাজ করুন, বিজেপি নেতাদের নির্দেশ মোদির

PM Modi: তেল না দিয়ে দেশের উন্নতির জন্য কাজ করুন, বিজেপি নেতাদের নির্দেশ মোদির

by Anamika Nandi
PM Modi: তেল না দিয়ে দেশের উন্নতির জন্য কাজ করুন, বিজেপি নেতাদের নির্দেশ মোদির

মহানগর ডেস্ক: নিজাম শহরে বিজেপির (BJP) জাতীয় কর্ম সমিতির বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেন, ‘ভারতকে তুষ্টি থেকে পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে হবে’। এক কথায় দেশের উন্নতির দিকে লক্ষ্য দিতে হবে গেরুয়া শিবিরের সদস্যদের। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের একটাই আদর্শ রয়েছে, নেশন ফার্স্ট। একটাই কর্মসূচি, নেশন ফার্স্ট। আমরা তুষ্টির অবসান ঘটিয়ে পরিপূর্ণতার পথ অবলম্বন করেছি।

রবিবার ভারতের বৈচিত্র্যর উপর জোর দিয়ে তিনি সকলকে বিজেপির সঙ্গে যুক্ত করার কথা বলেছেন। সেই সঙ্গে তাঁর বক্তব্য, আমাদের দৃষ্টিভঙ্গি জনগণের পক্ষে ও শাসনের পক্ষে হওয়া উচিত। পয়গম্বর বিতর্কে নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের করা মন্তব্যের পরই শনিবার বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠক বসেছে। বিজেপি নেতা রবিশঙ্করের কথায়, নরেন্দ্র মোদি বৈঠকে গত কয়েক বছরে সারাদেশে বিজেপির দ্রুত সম্প্রসারণ নিয়ে কথা বলেছেন। পাশাপাশি বাংলায় গণতন্ত্রের হত্যা করা হচ্ছে বলে, অভিযোগ করেছেন মোদি। সেখানে খুন করা হচ্ছে দলের কর্মীদের, দাবি প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন:  ২৪-এর যুদ্ধে বঙ্গ বিজেপিতে ভরসা মিঠুনই, ইঙ্গিত সুকান্তর

বিজেপি নেতা জানিয়েছেন, গর্বের সঙ্গে তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কেরলের দলীয় কর্মীদের সাহসের প্রশংসা করেছেন নমো। রাজ্যগুলিতে দলের কর্মীরা প্রচুর কষ্ট করছেন। তবুও আদর্শের প্রতি অটল রয়েছেন। সেই আদর্শের দিকে লক্ষ্য রেখেই তাদেরকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মোদি। সেই সঙ্গে বিরোধীদলকে নিয়ে উপহাস করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। পরিবর্তে সেইসব দলের অবস্থা থেকে শিক্ষা নিতে বলেছেন। প্রধানমন্ত্রীর কথায়, বিরোধী দল যেসব কাজ করেছে তা থেকে বিরত থাকতে হবে গেরুয়া শিবিরকে। নজর দিতে হবে দেশের উন্নয়নে।

You may also like