Home World 103 বছর পর ঠাকুমার নিয়ে আসা বই লাইব্রেরিতে ফেরালেন নাতি

103 বছর পর ঠাকুমার নিয়ে আসা বই লাইব্রেরিতে ফেরালেন নাতি

by Mahanagar Desk
30 views

বিক্রম ব্যানার্জী: ঠাকুমা গত হয়েছেন আগেই, তবে সংসারের মায়া ত্যাগ করলেও রেখে গিয়েছেন নিজের ব্যবহৃত জিনিসপত্র গুলি। আর সেসবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন নাতি সিনথিয়া ডেলে। হটাৎই তার চোখে পড়ে বিখ্যাত লেখক উইলিয়াম শেক্‌সপিয়ারের লেখা উপন্যাস, লাইফ অব কিং হেনরি দ্য ফিফথ-এর একটি পুরনো কপি। লেখা উল্টে পাল্টে দেখতেই নজরে আসে উপন্যাসটির সাল। 1923 সালের বইটি প্রায় 103 বছর আগে নিউজার্সির প্যাটারসন পাবলিক লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলেন ঠাকুমা। তবে কোনও কারণে তা আর ফিরিয়ে দেওয়া হয়নি। এবার সেই বহু পুরনো উপন্যাস লাইব্রেরিতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিলেন নাতি সিনথিয়া।

103 বছর পর লাইব্রেরিতে ফিরল বই!

ঠাকুমার স্মৃতি হিসেবে অনেক কিছুই রয়েছে। তাই তার ব্যবহৃত বই আর নিজের কাছে রাখলেন না আমেরিকার নিউজার্সির বাসিন্দা সিনথিয়া ডেলে। বইটিকে তার নিজস্ব যায়গায় ফিরিয়ে দিতে যোগাযোগ করা হয় প্যাটারসন পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষের সাথে। লাইব্রেরির তরফে জানানো হয়, কেউ বই পড়বেন বলে বই নিতেই পারেন তবে সেটি ফিরিয়ে দেওয়ার সময় শেষ হয় না। কিন্তু এই দীর্ঘ সময় পর বই ফিরিয়ে দেওয়ার ঘটনা লাইব্রেরির ইতিহাসে প্রথম। প্যাটারসন পাবলিক লাইব্রেরির এক কর্মকর্তা জানান, 20 বছরেরও বেশি সময় পরে গ্রন্থাগারে কিছু ফেরত আসছে, তার জীবনে এমন ঘটনা বিরল। 

গ্রন্থাগার কর্তৃপক্ষের তরফে জানানো হয় উইলিয়াম শেক্‌সপিয়ারের অন্যতম উপন্যাস লাইফ অব কিং হেনরি দ্য ফিফথ 1910 সালে প্রকাশিত হয়েছিল। একটা সময় এই বইটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বহু মানুষ উপন্যাসটি পড়তে লাইব্রেরিতে ভিড় জমাতেন। তবে বর্তমানে গ্রন্থাগারে বইটির অল্প কয়েকটি কপি অবশিষ্ট রয়েছে। সিনথিয়ার ফিরিয়ে দেওয়া কপিটি তাতে একটি সংখ্যা বাড়াবে। সাধারণত লাইব্রেরি থেকে বই নেওয়ার পর তা ফিরিয়ে দেওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। আর এই নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি গ্রন্থাগারে না ফিরলে জরিমানা গুনতে হয় অনেককেই। যদিও ঠাকুমার ব্যবহৃত বই বহু বছর পরে গ্রন্থাগারে ফেরত দিলেও কোনও রকম জরিমানা নেওয়া হয়নি সিনথিয়ার কাছ থেকে। বরং প্রায় 103 বছর পর নিজেদের সম্পদ ফিরে পেয়ে তীব্র উচ্ছসিত লাইব্রেরি কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: হিন্দি না জানার কারণে রাজ্যের বুকেই আক্রান্ত বাঙালি! ভাইরাল ভিডিও

You may also like