Home World লন্ডনের ট্রেনে মহিলাকে যৌন নিপীড়নের দায়ে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি

লন্ডনের ট্রেনে মহিলাকে যৌন নিপীড়নের দায়ে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি

by Mahanagar Desk
8 views

মহানগর ডেস্ক, লন্ডন: বার্মিংহাম থেকে লন্ডনে ট্রেনে ভ্রমণের সময় একজন মহিলাকে যৌন নিপীড়নের জন্য এক ৩৯ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত পুরুষকে ১৬ সপ্তাহের জন্য হাজতে রাখার নির্দেশ দেওয়া হল। দোষী সাব্যস্ত হলে তাঁর সাত বছরের জন্য জেল হতে পারে। ঘটনাটি ঘটেছে, ২০২১ সালে ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের স্যান্ডওয়েল এলাকায়।

মুখান সিং নামে ওই ব্যক্তিকে লেমিংটন স্টেশনে যাওয়ার পথে গ্রেফতার করা হয়৷ তিনি গত মাসে ওয়ারউইক ক্রাউন কোর্টে দোষী সাব্যস্ত হন এবং সম্প্রতি তাঁর সাজা ঘোষণা করা হয়েছে৷ মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা কনস্টেবল (ডিসি) হ্যারিস বলেছেন, “এটি একটি নির্লজ্জ এবং লক্ষ্যবস্তু হামলা ছিল। একজন যুবতী মহিলাকে তিনি ট্রেনে যৌন হয়রানি করেন।”

ওয়ারউইকশায়ার ওয়ার্ল্ড’-এর একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আদালত শুনেছিল যে, কীভাবে, ২০২১ সালের সেপ্টেম্বরে, বিষ বছর বয়সী নির্যাতিতা, বার্মিংহাম মুর স্ট্রিট স্টেশন থেকে লন্ডন মেরিলেবোনে যাওয়ার ট্রেনে তাঁকে যৌন হয়রানির সম্মুখীন হতে হয়। তখন ভিকটিম সিং-এর ফুটেজ রেকর্ড করা হয়েছিল। এরপর অপরাধী সিংকে স্টেশনে থামিয়ে পুলিশ ডাকা হয়। তাকে স্টেশন থেকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

You may also like