মহানগর ডেস্ক: ভয়ানক বৃষ্টিতে বিধ্বস্থ নিউইয়র্ক। আর এই বৃষ্টির মধ্যেই হাঁটু পর্যন্ত জলে পোষ্যকে নিয়ে হাঁটটে বেরোলেন এক ব্যক্তি। ইন্টারনেটে ভিডিও ভাইরাল হতেই তোলপাড়। ভিডিওতে দেখা যাচ্ছে, নিউইয়র্ক সিটির বন্যায় প্লাবিত রাস্তার মধ্যেই এক ব্যক্তির তাঁর পোষ্য কুকুরকে হাঁটানোর চেষ্টা করছে। ভিডিওটি ইন্টারনেটকে রীতিমতো চমকে দিয়েছে। ভিডিওতে স্পষ্ট, ভয়াবহ বন্যা পরিস্থিতি সম্প্রতি শহরকে গ্রাস করেছে, অবিরাম বৃষ্টিপাতের ফলে রাস্তাগুলি রীতিমতো জলে ডুবে রয়েছে।
শুক্রবার প্রবল বৃষ্টিতে নিউ ইয়র্ক পুরো ডুবে গিয়েছে. পাতাল রেল পরিষেবা ব্যাহত করেছে, স্থল-স্তরের সমস্ত অ্যাপার্টমেন্ট প্লাবিত হয়েছে এবং কিছু রাস্তা অবিরাম বৃষ্টিপাতের ফলে ছোট হ্রদে পরিণত হয়েছে। কয়েক দশকে এই প্রথম নিউইয়র্কের ভয়ানক বৃষ্টিপাত নাড়িয়ে দিয়েছে বিশ্বকে। এমনকী এই বৃষ্টিপাতের জন্যে কয়েক ঘণ্টার জন্য লাগার্ডিয়া বিমানবন্দরের টার্মিনাল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু যেখানে এত ভয় চারপাশে ঠিক তেমন অবস্থায় পোষ্যকে নিয়ে হাঁটু জলে বেরিয়ে পড়লেন ওই ব্যক্তি! যা রীতিমতো তাজ্জব করছে সবাইকে। যদিও লোকটির উদ্দেশ্য কী ছিল তা জানা যায়নি।
কিন্তু এই ভয়ানক বৃষ্টিতে নেটিজেনরা মানুষটি এবং কুকুরের নিরাপত্তা উভয়ের জন্য উদ্বেগ প্রকাশ করছে। বন্যার মাঝে বাইরে বের হওয়া শুধুমাত্র ব্যক্তি জন্যই নয়, তাঁদের পোষা প্রাণীদের জন্যও ঝুঁকিপূর্ণ। সহজেই দুর্ঘটনার মুখে পড়তে পারতেন ওই ব্যক্তি। প্রসঙ্গত, প্রবল বর্ষণের মধ্যে, নিউইয়র্কের গভর্নর, ক্যাথি হচুল, “জীবন-হুমকিপূর্ণ” বন্যার বিষয়ে সতর্ক করেছেন এবং নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন উপত্যকায় জরুরি ব্যবস্থার জন্যে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েন করেছে।