মহানগর ডেস্ক: বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান । ৩০ মিনিটের মধ্যে পর পর দু’বার কম্পন অনুভূত হয় ।প্রথম কম্পনের উৎসস্থল আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা থেকে ১০০ কিলোমিটার পূর্বে। এই কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৪.৪। এমনটাই জানা গিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে।
আফগানিস্তানের মাটি প্রথম কম্পনের ঠিক আধ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় বার কেঁপে ওঠে। তীয় কম্পন অনুভূত হয় রাত ১২টা ৫৫ মিনিটে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে,দ্বিতীয় কম্পনের তীব্রতা ৪.৮। ফয়জাবাদ থেকে ১২৬ কিলোমিটার পূর্ব দিকে দ্বিতীয় কম্পনের উৎসস্থল।পর পর দু’বার কম্পনের পরে কোনও খবর পাওয়া যায়নি হতাহতের।
আফগানিস্তানে ২০২৩ সালের ১২ ডিসেম্বর ভূমিকম্প হয়েছিল। এই কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৫.২। প্রবল ভূমিকম্প এবং শক্তিশালী ভূকম্প পরবর্তী কম্পনে গত বছর অক্টোবর মাসে আফগানিস্তান কেঁপে উঠেছিল। এই কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৬.৩। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০ জনেরও বেশি প্রাণ হারিয়েছিলেন ভূমিকম্পের ফলে। আফগানিস্তানে ভূমিকম্পের ফলে দু’দশক আগে দু’হাজার জন মারা গিয়েছিলেন।