মহানগর ডেস্ক: ফের কোভিডের হানা? সারা পৃথিবী থেকে যখন মারণ ভাইরাস (Again Covid19) থেকে মুক্তি ঘটেছে বলে সবাই হাঁফ ছেড়ে বেঁচেছেন,ঠিক তখনই সিঙ্গাপুরে ফের হানা দিল কোভিডের আরও একটি ঢেউ। মারণ ভাইরাসের হানায় আগামী কয়েক সপ্তাহে আরও অনেক মানুষ অসুস্থ হয়ে পড়বেন এবং বহু মানুষ হাসপাতালে ভর্তি হতে পারেন বলে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং হুঁশিয়ারি দিয়েছেন। ওং জানিয়েছেন তিন সপ্তাহ আগে দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজার থেকে লাফিয়ে বেড়ে গত দু সপ্তাহে সংখ্যাটা দু হাজারে দাঁড়িয়েছে।
তবে সরকার এই রোগের প্রাদুর্ভাবকে মহামারি অসুখ বলে চিকিৎসা কাজ শুরু করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে রোগের বাড়াবাড়ি মূলত দুটি ভ্যারিয়েন্টের জন্য হচ্ছে বলে মনে করছে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রক। একটি ইজি.ফাইভ ও সাব এইচকে.থ্রি। এ দুটি এক্সবিবি ওমিক্রন ভ্যারিয়েন্ট বলে চিহ্নিত করা হয়েছে। ওং চ্যানেল এশিয়া নিউজে জানিয়েছেন এই দুটি নয়া ভ্যারিয়েন্ট দৈনিক আক্রান্তদের মধ্য ৭৫ শতাংশই দখল করেছে। তবে তিনি জানান তবে এখনই লক ডাউন বা সামাজিক বিধিনিষেধ জারি করার কোনও পরিকল্পনা সরকারের নেই। যেমন করা হয়েছিল মার্চ থেকে এপ্রিল মাসে। এপ্রিল মাসে আক্রান্তের সংখ্যা যখন হুহু করে বেড়েছিল, তখন প্রতিদিন চার হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছিলেন।
মন্ত্রী জানান সরকার এই হানাদারিকে একটি মহামারি বলেই সরকারের কৌশলের সঙ্গে তাল মিলিয়ে তার মোকাবিলায় ব্যবস্থা নিচ্ছে। তবে এই বর্তমানে এমন কোনও প্রমাণ মেলেনি,যাতে নতুন ভ্যারিয়েন্টগুলি অতীতের ভ্যারিয়েন্টের মতো গুরুতক অসুস্থতা সৃষ্টি করতে পারে। সমস্ত দিক থেকে এটা স্পষ্ট হয়েছে যে বর্তমানে যে ভ্যাকসিন চলছে, তাতে নতুন ভ্যারিয়েন্টগুলি মোকাবিলায় এবং কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তা নিরাময়ে যথেষ্ট। যদিও সিঙ্গাপুরবাসীকে কোভিড দমনে নিরাপত্তাকে খাটো করার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, আগামী সপ্তাহগুলিতে আরও অনেকেই নয়া ভ্যারিয়েন্টে অসুস্থ হয়ে পড়বেন। সেটা হলে হাসপাতালে ভিড় বাড়বে। এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের একটি সমীক্ষাও তুলে ধরেছেন ওং।
But he warned Singapore a