HomeWorldসত্যি কি কোভিডের থেকে আরও ভয়ঙ্কর অতিমারি হানা দেবে বিশ্বে?

সত্যি কি কোভিডের থেকে আরও ভয়ঙ্কর অতিমারি হানা দেবে বিশ্বে?

- Advertisement -

মহানগর ডেস্ক: মারণ ভাইরাস কোভিড অতিমারির (Covid19 Pandemic) চেয়ে ভয়ঙ্কর অতিমারি (Another Deadly Pandemic) হানা দিতে চলেছে সারা বিশ্বে। সেই অতিমারি কোভিডের থেকেও ভয়াবহ হবে। এমনই হুঁশিয়ারির কথা শোনাল বিশ্বস্বাস্থ্য সংস্থা। সপ্তা দুয়েক আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছিল কোভিড দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুয়ের সেই আশ্বাসবাণী শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বিশ্বের মানুষ। কিন্তু সেই আশ্বাসবাণীর সপ্তা দুয়েক পরেই ফের হৃদকম্প জাগিয়ে তোলা ঘোষণা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড অতিমারির ভয়াবহতার সাক্ষী হয়েছিল তামাম বিশ্ব। লক্ষ লক্ষ মানুষের প্রাণ নেওয়ার পাশাপাশি মারাত্মক প্রভাব ফেলেছিল লক্ষ লক্ষের জীবনে।

কোভিডের সেই দাপট যখন কমতে শুরু করেছে, ঠিক সেইসময় হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসাস এক হুঁশিয়ারি জারি করে জানিয়েছিলেন সারা বিশ্বের মানুষ পরবর্তী অতিমারির জন্য তৈরি হোন। আসন্ন অতিমারি কোভিডের থেকেও ভয়ঙ্কর হবে। তিনি জানিয়েছেন বিশ্ব জুড়ে স্বাস্থ্য ঝুঁকি বা বিপদের শেষ মানেই কোভিডের মারণ সন্ত্রাস শেষ হয়ে যায়নি। নতুন এক ভ্যারিয়েন্ট রোগের বাড়বাড়ন্ত মৃত্যু মিছিলকে ত্বরান্বিত করবে। আর সেই অতিমারি কোভিডের ভয়াবহতার থেকে বহুগুণে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সত্তরতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে এ নিয়ে রিপোর্ট পেশ করার সময় হুয়ের প্রধান এই কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন মারণ ভাইরাসের রূপ পরিবর্তনের মুখে অতিমারিগুলির হুমকি আমরা যেমনভাবে মুখোমুখি হয়ে থাকি, তার থেকে তা অনেক বেশি মারাত্মক হতে পারে। এই বিপদ মোকাবিলায় বিশ্বজুড়ে কার্যকর ব্যবস্থার ওপর জোর দেওয়ার পাশাপাশি  জরুরি পরিস্থিতির সমাধান ও সমস্তরকম দিক থেকে সাড়া দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সক্রিয় হতে হবে।

Most Popular