মহানগর ডেস্ক: হঠাত করেই সাক্ষাৎ হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহের । স্পেন যাওয়ার পথে, দুবাই বিমানবন্দরে দেখা হয় দুজনের। এদিন একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। মাদ্রিদে পাড়ি যাওয়ার আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীলঙ্কা যাওয়ার আমন্ত্রণ করলেন রনিল বিক্রম সিংহ।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এদিন প্রথমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে দেখতে পান। এরপর তিনি মমতাকে নিজেই ডাকেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে চলতি বছরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ১১ দিনের জন্য বিদেশ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে যাওয়ার কথা তাঁর। এরপর তিনি যাবেন বার্সেলোনায়। ফুটবল সংক্রান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান ক্লাবের একজন করে প্রতিনিধি। বাংলার ক্লাবের ৩ প্রধান থাকবেন সেখানে। ওই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি লন্ডন থেকে এসে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
যাত্রা শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৫ বছর পরে আমরা যাচ্ছি। স্পেন আমাদের বইমেলায় এসেছিল। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তারা পার্টনার ছিল । ওখানে ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য ইন্ডাস্ট্রি ভাল আছে। তাদের আমন্ত্রণেই আমরা যাচ্ছি। সুতরাং দেখা যাক কী কী হতে পারে। কারণ, আমাদের এখানে ২১, ২২ ও ২৩ বিজনেস সম্মেলন আছে। ওরা বারবার আসে। কিন্তু, আমরা কেউ যাই না। সেইজন্যই এই ছোট্ট দেশটাকে বেছেছি। আর দুবাইতেও আছে একটা বিজনেস সম্মেলন। আর একটা প্রবাসীদের মিটিং। সময়ে সময়ে তা জানিয়ে দেব। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন”। ফেরার পথে দুবাইতে শিল্প সংক্রান্ত বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।