Home World Black Woman Killed: আমেরিকার ওহিওয় অন্তঃসত্ত্বা কৃষ্ণাঙ্গ মহিলাকে গুলি করে মারল মার্কিন পুলিশ!

Black Woman Killed: আমেরিকার ওহিওয় অন্তঃসত্ত্বা কৃষ্ণাঙ্গ মহিলাকে গুলি করে মারল মার্কিন পুলিশ!

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: গাড়ি থেকে বেরোতে না চাওয়ায় এক অন্তঃসত্ত্বা কৃষ্ণাঙ্গ মহিলাকে (Black Woman Killed) আমেরিকার ওহিও পুলিশ গুলি করে মারল। বডি ক্যামে গোটা দৃশ্যটি বন্দি করা হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আগস্টের চব্বিশ তারিখে। টাকিয়া ইয়ং নামে নিহত কৃষ্ণাঙ্গ অন্তঃসত্ত্বা তরুণীকে গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় গুলি করে পুলিশ, গুলিবিদ্ধ হয়ে গাড়ির সিটেই লুটিয়ে পড়েন ওই কৃষ্ণাঙ্গ তরুণী। নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

পুলিশ অফিসাররা তাঁকে চুরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার সময়ই গুলি চালানোর ঘটনাটি ঘটে। ব্লেনডন টাউনশিপ পুলিশ বিভাগ যে ভিডিও শেয়ার করেছে, তাতে দেখা গিয়েছে এক কৃষ্ণাঙ্গ মহিলা কালো রঙের সেডান গাড়ির সিটে বসে আছেন। এক পুলিশ অফিসার তাঁকে বারবার গাড়ি থেকে বেরিয়ে আসতে বলছেন। ওই কৃষ্ণাঙ্গ মহিলা অফিসারকে কেন গাড়ি থেকে নামবেন, তা পাল্টা জানতে চান।

ভিডিওয় শোনা গিয়েছে ওই মহিলা অফিসারকে বলছেন তিনি নামবেন না। ওই কৃষ্ণাঙ্গ মহিলাকে অফিসার বলেন তিনি চুরি করেছেন। কোনওভাবেই পালাবেন না। মহিলা জানান তিনি চুরি করেননি। অন্য মেয়েরা চুরি করেছে। এরপর ভিডিওয় দেখা যায় একজন পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র বের করেছেন। এক হাতে আগ্নেয়াস্ত্র ধরে অন্য হাত গাড়ির বনেটে রেখেছন। তারপর তাঁকে চিৎকার করে বলতে শোনা যায় গাড়ি থেকে বেরিয়ে আসেন। অফিসারের চিৎকারকে গ্রাহ্য না করে ওই কৃষ্ণাঙ্গ মহিলাকে গাড়ি চালানোর চেষ্টা করতে দেখা যায়।

এরপরই অফিসারকে গুলি চালাতে দেখা যায়। কয়েক সেকেন্ড পর গাড়িটি খুব ধীরে ধীরে এগোতে দেখা যায়। ধীরে ধীরে এগিয়ে একটি মুদী দোকানের ইটের দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি। পুলিশ অফিসারদের ছুটে দেখা যায়। তারপর গাড়ির জানালায় বন্দুক তাক করে থাকতে দেখা যায়। আরেক অফিসার গাড়ির দরজা খোলার চেষ্টা করলেও তাঁকে সফল হতে দেখা যায়নি। তারপর কৃষ্ণাঙ্গ তরুণীকে কব্জায় নিতে অফিসার অর্ধেক খোলা জানালা ভাঙতে দেখা যায় ভিডিওয়। তরুণীকে একেবারে গাড়ির মাঝখানের সিটে চলে যান। পুলিশ অফিসাররা জানিয়েছেন দুই সন্তানের মা ওই অন্তঃসত্ত্বা মহিলার সন্তান প্রসব করার কথা ছিল আগামী নভেম্বরে। কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। ঘটনার তদন্ত করছে ওহিও পুলিশ।

 

You may also like