বিক্রম ব্যানার্জী: বিগত কয়েক বছরে বহু শরণার্থীই কানাডায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। তবে এবার সেই কাজ একটু হলেও জটিল হচ্ছে। সম্প্রতি অভিবাসীদের নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। সূত্রের খবর, যত দ্রুত সম্ভব শরণার্থী বা অভিবাসী সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্তে দেশটি। বিগত কয়েক বছরের নিরিখে যে হারে অভিবাসী নিয়েছে কানাডা সেই সংখ্যা এবার আগামী বছরগুলিতে কমিয়ে আনা হবে। মূলত কম জনসংখ্যা নিয়ে ক্ষমতায় থাকার উদ্দেশ্যেই নয়া পদক্ষেপ গ্রহণ করল উত্তর আমেরিকার দেশটির সরকার।
2025 সাল থেকেই অভিবাসী নেওয়ার সংখ্যা কমিয়ে আনবে কানাডা
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিগত বছরগুলিতে যথেষ্ট পরিমাণে শরণার্থী হিসেবে অভিবাসী বা স্থায়ী বাসিন্দা গ্রহণ করলেও আগামী বছর অর্থাৎ 2025 সাল থেকে সেই সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কমে আসবে। সূত্র মারফত খবর, 2025 সালে মাত্র 3 লাখ 95 হাজার অভিবাসী নেবে কানাডা। একইভাবে পরের বছর অর্থাৎ 2026 এ এই সংখ্যা আরও কিছুটা কমিয়ে 3 লাখ 80 হাজার করা হবে।
অভিবাসী নেওয়ার সংখ্যা 2027 সালে দাঁড়িয়ে এক ধাক্কায় 3 লাখ 65 হাজারে নেমে আসবে। যদিও চলতি বছর প্রায় 4 লাখ 85 হাজার স্থায়ী বাসিন্দা নিয়েছে কানাডা সরকার। যা আগামী 3 বছরে তুলনামূলকভাবে অনেকটাই কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এছাড়াও প্রাপ্ত তথ্য অনুযায়ী, 2025 সালে সাময়িক অধিবাসী নেওয়ার ক্ষেত্রেও সংখ্যাটা 30 হাজার কমিয়ে 3 লাখ করা হবে। পরবর্তী বছর গুলিতে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলেই খবর।
প্রসঙ্গত, অভিবাসী নেওয়ার ক্ষেত্রে অন্যান্য দেশগুলি গুলির তুলনায় অনেকটাই উদার মানসিকতার পরিচয় দেয় কানাডা। তবে বিগত বেশ কয়েক বছর ধরে আবাস সংকট থেকে শুরু করে, খাদ্য, পরিবহন ব্যয়, বিদ্যুৎ বিল সহ বিভিন্ন ক্ষেত্রে মূল্যবৃদ্ধি ও বেহাল স্বাস্থ্য সেবার জন্য বারবার প্রশ্ন উঠেছে অভিবাসীদের দিকেই। ফলত চলতি মাসে কানাডায় নির্বাচনের আগে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে অভিবাসী সংক্রান্ত বিষয়টি। আর সেই কারণেই তাদের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্তে অনড় দেশটির সরকার।
আরও পড়ুন: কাটলো 132 বছরের খরা, স্লটের পরিচালনায় 6 ম্যাচের 6 টিতেই জয় লিভারপুলের