Home World China Is Preparing For War: যুদ্ধের জন্য তৈরি হচ্ছে চিন, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালের

China Is Preparing For War: যুদ্ধের জন্য তৈরি হচ্ছে চিন, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালের

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: আমেরিকা এবং বিশ্বের অস্তিত্বের শত্রু চিন। তারা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে(China Is Preparing For War)। এমনই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি। তাঁর কথায়, চিন অর্ধ শতক ধরে আমেরিকাকে হারানোর ছক কষে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই চিনের সেনাবাহিনী আমেরিকার সেনাবাহিনীর সমকক্ষ হয়ে উঠেছে। শুক্রবার নিউ হ্যাম্পশায়ারে অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন হ্যালি। দুদিন আগে প্রেসিডেন্ট পদে ভারত-আমেরিকা বংশোদ্ভূত রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বী বিবেক রামস্বামী ওহিওয় চিন নিয়ে বিদেশ নীতি নিয়ে ভাষণ দেন। তারপরেই চিনের বিরুদ্ধে এমন আক্রমণ শানান নিকি হ্যালি।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের পর হ্যালি ও রামস্বামী জিওপি প্রার্থী হিসেবে চর্চায় উঠে এসেছেন। হ্যালি বলেছেন, কমিউনিস্ট চিনের সামনে শক্তিমত্তা ও গর্ব তাঁদের দেশের অস্তিত্বের পক্ষে জরুরি। আমেরিকার অস্তিত্বের শত্রু হল চিন। তাঁর অভিযোগ, বেজিং আমেরিকার নির্মাণ সংক্রান্ত কাজে থাবা বসিয়েছে। তারা তাদের ব্যবসায়িক গোপনীতায় হস্তক্ষেপ করছে। এখন ওষুধ শিল্প থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ শিল্পের নিয়ন্ত্রণ নিচ্ছে বেজিং। খুব অল্পসময়ে তারা আর্থিকদিক থেকে পিছিয়ে থাকা অবস্থা থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর্থিক শক্তি হিসেবে নিজেদের তুলে ধরেছে।

নিকি বলেন, সবব্যাপারে প্রথম হওয়ার দিকে তারা চেষ্টা করছে। কমিউনিস্ট দলের লক্ষ্য একেবারে পরিষ্কার। তারা বিশাল সামরিক বাহিনী তৈরি করেছে, যাতে আমেরিকাকে হুমকি দেওয়ার ক্ষমতা অর্জন করে। সেইসঙ্গে এশিয়া ও এশিয়া ছাড়িয়ে নিজেদের প্রভাব বিস্তারের মতলব এঁটেছে বলে  সাউথ ক্যারোলিনার দুবারের গভর্নর জানিয়েছেন।

হ্যালে বলেন কোনও কোনও ক্ষেত্রে চিনের সামরিক বাহিনী ইতিমধ্যেই আমেরিকার সশস্ত্র বাহিনীর সঙ্গে সমানে টক্কর দিচ্ছে। অন্যান্য ক্ষেত্রে তারা আমেরিকাকে হারিয়ে দিচ্ছে। চিনের নেতারা এতটাই আত্মবিশ্বাসী যে তাঁরা আমেরিকার আকাশে গুপ্তচর বেলুন পাঠাচ্ছে এবং কিউবার সমুদ্রতীরে গুপ্তচর ঘাঁটি তৈরি করছে। কোনও ভুল নেই চিন যুদ্ধের জন্য তৈরি হচ্ছে বলে হুঁশিয়ারি দেন নিকি হ্যালে।

You may also like