Home World Fungal Meningitis Outbreak: কসমেটিক সার্জারির পরেই ফাঙ্গাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু আমেরিকায়

Fungal Meningitis Outbreak: কসমেটিক সার্জারির পরেই ফাঙ্গাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু আমেরিকায়

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: কসমেটিক সার্জারি (Cosmetic Surgery)করে অনেকেই নিজেদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতে চান। এর মধ্যে অনেক সেলিব্রিটিও পড়েন। কিন্তু কসমেটিক সার্জার ঘিরেই অঘটনের খবর। কসমেটিকস সার্জারি করার পরেই ফাঙ্গাল মেনেনজাইটিসে (Fungal Meningitis Outbreak)  আমেরিকায় মৃত্যু হয়েছে দুজনের, যা আমেরিকা ও মেক্সিকো প্রশাসনে আতঙ্ক ছড়িয়েছে।

এই পরিস্থিতিতে হু-য়ের কাছে ফাঙ্গাল মেনিনজাইটিসের প্রাদুর্ভাবকে বিশ্ব জুড়ে স্বাস্থ্য সঙ্কট ঘোষণার আর্জি জিনিয়েছে আমেরিকা ও মেক্সিকো। মেক্সিকোর মাতামোরোসে দুজনের এপিডুরাল অ্যানেস্থেসিয়া করার পর লাইপো সাকশন সার্জারি করা হয়। এই প্রক্রিয়ায় শরীরে মেদ দূর করা হয়। তারপরই দুজনের মৃত্যু হয়।

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন হুঁশিয়ার দিয়ে জানিয়েছে কয়েক শোরও বেশি মানুষ এই ঝুঁকির মুখে রয়েছেন। সিডিসি ইতিমধ্যেই আমেরিকায় ২৫জনকে সন্দেহজনক বা সম্ভাব্য ফাঙ্গাল মেনিনজাইটিসের শিকার বলে চিহ্নিত করা হয়েছে।

যাঁরা জানুয়ারি থেকে মে মাসের তেরো তারিখের মধ্যে মাটামোরোসে ক্লিনিকে গিয়েছেন, সেরকম দুশোরও বেশি মার্কিনি ঝুঁকির মুখে রয়েছেন বলে তারা জানিয়েছে। সিডিসি এক বার্তায় জানিয়েছে রিভার সাইড সার্জিকাল সেন্টার ও ক্লিনিকা কে থ্রি এই প্রাদুর্ভাবের পেছনে রয়েছে।

আমেরিকায় পঁচিশটি স্টেট ও স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলিতে এই প্রাদুর্ভাবের বিষয়টি খতিয়ে দেখছে। তাদের পরামর্শ নাগরিকরা যেন মেনিনজাইটিস পরীক্ষার জন্য কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রের কেয়ার সেন্টার বা জরুরি কেন্দ্রগুলিতে না যান। পরীক্ষায় যাঁদের অ্যান্টি ফাঙ্গাল ওষুধ দেওয়া হয়েছে এবং যাদের নেগেটিভ পাওয়া গিয়েছে, তাদের উপসর্গগুলির দিকে নজর রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, বহু মার্কিন নাগরিক লাইপো সাকশন, স্তনের আকার বৃদ্ধির জন্য মেক্সিকোয় সস্তা বলে সেখানে যান। এই সার্জারিতে এপিডুরাল অ্যানেস্থেসিয়া স্পাইনাল কলমে দেওয়া হয়ে থাকে। সম্প্রতি অ্যানাস্থেসিয়ার জন্য যে ওষুধ দেওয়া হয়েছে, তা দূষিত হয়েছে বলে মনে করা হচ্ছে। সেখানকার দুটি বেসরকারি হাসপাতালে ওই ওষুধ ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে। উপসর্গ হিসেবে জ্বর,মাথার যন্ত্রণা ও আলো সহ্য করতে না পারা ও মানসিক পরিবর্তন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সিডিসি জানিয়েছে এটি সংক্রামক নয়। একজন থেকে আরেকজনে সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই। তবে উপসর্গগুলি বাড়তে থাকলে তা বিপজ্জনক হিসেবে দেখা দিতে পারে।      

.

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved