মহানগর ডেস্ক: মরক্কোয় ভয়াবহ ভূকম্পে (Earth Quake In Morocco) প্রাণ হারালেন দু হাজারেরও বেশি মানুষ। গত একশো সত্তর বছরের মধ্যে এটিই সবথেকে ভয়াবহ ভূকম্প বলে জানা গিয়েছে। সেদেশের সরকার জানিয়েছে সেনাবাহিনী ও এমার্জেন্সি পরিষেবার কর্মীরা প্রত্যন্ত পাহাড়ি গ্রামের ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেয়ে চলেছে। ধবংসস্তূপে আটকে মানুষেরা কেউ বেঁচে নেই বলে মনে করা হচ্ছে। শনিবার এ খবর জানিয়েছে মরক্কো সরকার।
ভয়াবহ ভূকম্পের পর তিনদি জাতীয় শোকদিবস ঘোষণা করা হয়েছে। রেডক্রশ জানিয়েছে ক্ষতি সামাল দিতে কয়েক বছর লেগে যেতে পারে। শুক্রবার রাতে মারাকেশ শহরের দক্ষিণ-পশ্চিমে ৭২ কিলোমিটার অঞ্চল জুড়ে বিধ্বংসী ভূকম্পে গোটা এলাকা লন্ডভন্ড হয়ে যায়। ভূকম্পে উপকূল সংলগ্ন শহর রাবাত,কাসাব্লাঙ্কা, এসোওরিটা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। মাঝরাতে আতঙ্কিত নাগরিক এবং পর্যটকদের নিরাপদে পৌঁছতে হিমশিম খেয়ে যান উদ্ধারকারীরা। মারাক্কেস ঘুরতে আসা কাসাব্লাঙ্কার বাসিন্দা ঘানোউ নাজেম জানান তিনি যখন ঘুমিয়েছিলেন, ঠিক তখনই ভয়াবহ ভূকম্প আঘাত হানে। আতঙ্কে ঘর ছেড়ে তিনি বাইরে ছুটে যান।
ভেবেছিলেন একটু হলেই তিনি মারা পড়তেন। ভূকম্পের উৎপত্তিস্থলের কাছে পাহাড়ি শহর টাফেঘাটে একটি বাড়িও আর দাঁড়িয়ে নেই। প্রবল ভূকম্পে সববাড়িই ধূলিসাৎ হয়ে গিয়েছে। ভূকম্পের পর সন্ধেয় ধ্বংসস্তূপে তল্লাশি চালায় সেনাবাহিনী। তবে ধ্বংসস্তূপে অধিকাংশ মানুষই বেঁচে ছিলেন না। ব্রিটেনের ইউনিভার্সিটি লন্ডনের প্রফেসর এমিরেটস জানিয়েছেন এ ধরণের ধ্বংসাত্মক বিরল ভূকম্পে সাধারণভাবে তৈরি করা বাড়িগুলি ভেঙে ধূলিসাৎ হওয়াটাই স্বাভাবিক। এত ধ্বংসলীলায় বাড়ি গুড়িয়ে যাওয়া থেকে মৃতের সংখ্যা হু হু করে বেড়ে যাওয়াটা নতুন কিছু নয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে ভূকম্পে ২০,১২জনের মৃত্যু হয়েছে। বাকি ২০,৫৯জন মারাত্মক জখম হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকাজের নেতৃত্বে থাকা মরক্কোর সিভিল ডিফেন্স কর্নেল হিচাম চৌকরি সরকারি দূরদর্শনে জানিয়েছেন এই ভয়ঙ্কর ভূকম্প বিরল জরুরি পরিস্থিতির সৃষ্টি করেছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রিমিয়ার জি জিন পিং। প্রসঙ্গত,২০০৪ সালে উত্তরপূর্ব মরক্কোর আল হোসেইমায় ভূকম্পে ৬২৬ জনের মৃত্যু হয়। জখম হন ৯২৬জন। ১৯৬০ সালে আগাদিরে ভূকম্পে ১২ হাজারেরও বেশি মানুষ মারা যায়। রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল ৬.৭। ১৯৮০ সালে আলজিরিয়ার এল আসনামে ভূকম্পে মৃত্যু হয়েছিল ২,৫০০ মানুষ। গৃহহীন হন তিরিশ হাজারেরও বেশি মানুষ।