Home World 13 বছরের কম বয়সী শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ বেসবল কোচের বিরুদ্ধে

13 বছরের কম বয়সী শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ বেসবল কোচের বিরুদ্ধে

by Bikram Banerjee
50 views

বিক্রম ব্যানার্জী: 13 বছরেরও কম বয়সী 7 জন শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে আমেরিকার এক স্কুলের প্রাক্তন বেসবল কোচের বিরুদ্ধে। ব্রুকলিনের একটি প্রাইভেট স্কুলে কোচ থাকাকালীন 7 জন অল্প বয়সী ছেলেকে জোরপূর্বক যৌন নির্যাতন করেছিলেন মর্টন নামক এক ব্যক্তি। বিদ্যালয়ের বেসবল টিমের কোচ পদে চাকরিরত অবস্থায় ছাত্রদের সাথে নানান কথা বলতে বলতে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করতেন তিনি। দীর্ঘদিন ধরে যেই অত্যাচার সহ্য করতে না পেরে একটা সময়ে মুখ খোলে পড়ুয়ারা।

কোচের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন পড়ুয়ারা 

ব্রুকলিন জেলা অ্যাটর্নির স্পেশাল ভিকটিমস ব্যুরো গুয়েন বার্নসের তথ্য অনুযায়ী, স্কুলের ছাত্ররা দীর্ঘদিন ধরে কোচের যৌন নিপীড়ন সহ্য করছিলেন। একটা সময়ে নোংরা আচরণ সহ্য করতে না পেরে মর্টনের কুকীর্তির কথা ফাঁস করে স্কুলের ছেলেরা। একইসঙ্গে এও জানা যায়, ছাত্রদের মধ্যে অনেকেই মাত্র 11 বছর বয়স থেকে মর্টনের টিমে খেলছেন। তবে তাদের ভরসার জায়গা বারংবার ভেঙেছে কোচ মর্টন। ছাত্রদের সঙ্গে খেলাধুলার বদলে বেশিরভাগটাই যৌন আলাপ আলোচনার মধ্যে দিয়ে কাটাতেন বেসবল কোচ। 

শুধু তাই নয়, হস্তমৈথুন থেকে শুরু করে নানান যৌনতা পূর্ণ উত্তেজক বিষয় সম্পর্কে অল্প বয়সী ছেলেদের জানিয়ে তাদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে চাইতেন মর্টন। এমনকি বাচ্চাদের যৌনাঙ্গ দেখানোর কথাও বলতেন তিনি। আর তা না দেখালে দল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হতো। যেই ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রেফতারির পর আদালতে নিয়ে যাওয়া হয় মার্টনকে। যেখানে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আনেন বিপরীত পক্ষের আইনজীবী। 

প্রসঙ্গত, বিপরীত পক্ষের আইনজীবীর সমস্ত বক্তব্য শোনার পর আদালতের মন রক্ষা করতে মর্টনের আইনজীবী রবার্ট জিওর বক্তব্য, মর্টন স্কুলের বেসবল কোচ হিসেবে দীর্ঘদিন ধরে বাচ্চাদের অনুশীলন করিয়েছেন। তার বেড়ে ওঠা আইনি পরিবার থেকে। কাজেই তার সম্পর্কে যে ধরনের অভিযোগ আনা হচ্ছে তেমন কোনও কাজই করেননি তিনি। আদালতে পরবর্তী শুনানি রয়েছে 13 ডিসেম্বর। সম্ভবত এদিনই প্রাক্তন কোচের অপরাধের শাস্তি ধার্য করা হবে। 

আরও পড়ুন: আর শেয়ার করা যাবে না নগ্ন ছবি! নিরাপত্তা বাড়াতে নতুন ফিচার আনছে গুগল

You may also like