মহানগর ডেস্কঃ ভয়ঙ্কর ঘটনা। সাধারণ মানুষের বাড়ির ফ্রিজে নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে। কিন্তু এই বাড়ির ফ্রিজ খুলতেই চক্ষু চড়কগাছে। রিতিমত বাক্য হারা হয়েছেন পুলিশ। ফ্রিজের ভিতর ছরিয়ে ছিটিয়ে রয়েছে মানব দেহের খণ্ড খণ্ড দেহাংশ। তার সাথেই ভয়ঙ্কর অবস্থায় ছড়িয়ে রয়েছে মানুষের কাটা মাথা।
ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের ব্রুকলিনের এক বহুতলে। ঘটনায় অভিযুক্তের নাম হিদার স্টাইনেস(৪৫) তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে মানব দেহের অংশ। সোমবার সকাল ৬টা নাগাদ পুলিশের দ্বারা এই ভয়াভহ ঘটনার কথা প্রকাশ্যে আশে। সূত্রের খবর অনুযায়ী সন্দেহ করেই তল্লাশি চালায় পুলিশ। তারপরেই এই বহুতলের খোঁজ পান পুলিশ। দেহের কাটা অংশগুলি রাখা ছিল রেফ্রিজারেটরে। ঘর থেকে দুর্গ্নন্ধ ছড়িয়েছে বলেও জানা যায়। নিউইয়র্কের পুলিশের গোয়েন্দা বিভাগীয় প্রধান জোসেফ কেনি বলেন,তদন্তের সময় আমরা ফ্রিজারে শরীরের কিছু অংশ দেখতে পান। এই মুহূর্তে আমরা সেই ব্যাক্তিকে সনাক্ত করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, মাথা আছে দেহের কিছু অঙ্গও আছে। এই মুহূর্তে মনে হচ্ছে ব্যক্তির পুর শরীরই আছে এখানে।
এই কাণ্ডে অভিযুক্ত হেদার স্টাইন্সের পিসি ৭৯ বছরের অয়ামি স্টাইনস বলেছেন হে ঈশ্বর আমি এটা ভাবতেও পারছিনা।সঙ্গে তিনি আরও বলেন যে হেদার দীর্ঘকাল ধরেই মাদক সমস্যায় ভুগছিল এবং তাদের থেকে বাঁচতে কয়েক বছর আগে কেনটাকি থেকে দূরে চলে এসেছিল। বর্তমানে হেদার তার স্বামীর সঙ্গে ব্রুকলিনের এই বহুতলে থাকত। হেদার স্বামী নিকলাস ম্যাকগিও গত সেপ্টম্বর মাস থেকে ভার্জিনিয়া জেলে রয়েছেন, তার বিরুদ্ধে জালিয়াতি চেক নগদ করার চেষ্টায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল।