Home World হামলার সমাপ্তি ঘোষনা করে ইরানকে হুঁশিয়ারি ইজরায়েলের

হামলার সমাপ্তি ঘোষনা করে ইরানকে হুঁশিয়ারি ইজরায়েলের

by Bikram Banerjee
107 views

বিক্রম ব্যানার্জী: ইজরায়েলে ইরানের হামলা এবং তার পাল্টা জবাবের মধ্যে দিয়ে দুই দেশের সংঘর্ষের পরিস্থিতি ক্রমশ তীব্র হয়ে উঠছে। তবে সম্প্রতি এক বিবৃতিতে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি ইরানের উদ্দেশ্যে ইজরায়েলি হামলার সমাপ্তি ঘোষনা করেছেন। তবে আক্রমণে ইতি টানলেও প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, ইয়ানের তরফে আক্রমণ এলে তার পাল্টা আক্রমণও করবে ইজরায়েল।

ইরানে হামলার সমাপ্তি ঘোষনা করল ইজরায়েল

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিডিও বিবৃতির মাধ্যমে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ মুখপাত্র জানান, ইরানের তরফে হামলার আর কোনও পাল্টা আক্রমণ করা হবে না একথা তিনি নিশ্চিত করছেন। তারা তাদের লক্ষ্য হাসিল করেছেন। ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। দেশের প্রতিরক্ষা বাহিনী তার মিশন সম্পূর্ণ করেছে। তবে ইরান যদি পুনরায় হামলা চালায় সে ক্ষেত্রে তার জবাব দেবে ইজরায়েল সেনা।

আইডিএফের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ইজরায়েল পুনরায় আক্রান্ত হলে তার জবাবে পিছু হাঁটবেনা তেল আবিব। ফলত ইরানের শাসকগোষ্ঠী নতুন হামলার সিদ্ধান্ত নিলে তার মাসুল গুনতে হবে তাদের। এদিন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ইজরায়েলে খারাপ পরিস্থিতি তৈরি করার কথা ভাবছেন কিংবা দেশে উত্তেজনার পরিস্থিতি তৈরি করতে চান তাদের এর খেসারত দিতে হবে। ইজরায়েল বাহিনী দক্ষতার সাথে দেশের জনগণের সুরক্ষার জন্য বদ্ধপরিকর।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মনে ভয় ধরাচ্ছে আফগানিস্তানের আতাল

You may also like