Home World জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি, বন্ধ করা হল বুলেট ট্রেন

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি, বন্ধ করা হল বুলেট ট্রেন

রাশিয়া এবং উত্তর কোরিয়ার কিছু অংশে সুনামি সতর্কতা জারি করেছে।

by Shreya Maji
43 views

মহানগর ডেস্ক: নতুন বছরেই বিপত্তি।  সোমবার  দুপুরে উত্তর-মধ্য জাপানে ৭.৬ মাত্রার প্রাথমিক ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরেই, জাপানের আবহাওয়া সংস্থা ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামা  উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে। বন্ধ করা হয়েছে জাপানের জনপ্রিয় বুলেট ট্রেন। এলাকাজুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জাপান সাগরে শক্তিশালী ভূমিকম্পের পর সোমবার সুনামি সতর্কতা জারি করেছে৷ জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি ইশিকাওয়া এবং আশেপাশের  অঞ্চলে   ভূমিকম্পের ঘটনা ঘটেছে। । এরপরই জাপানের আবহাওয়া দফতরে  উত্তর-পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি  করেছে।  সতর্কবার্তায় বলা হয়েছে ইশিকাওয়ার উপকূলে সমুদ্রের ঢেউ ৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সাধারন মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার। তাই জোট তাড়াতাড়ি সম্ভব নিছু এলাকা থেকে মানুষের সুরক্ষিত জায়গায় চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন যে তিনি সরকারকে ভূমিকম্প এবং সুনামি সম্পর্কে স্পষ্ট নির্দেশনা প্রদানের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জাপানে ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে রাশিয়া এবং উত্তর কোরিয়ার কিছু অংশে সুনামি সতর্কতা জারি করেছে। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা বুঝতে পারি আপনাদের বাড়ি, আপনার জিনিসপত্র সবই আপনাদের কাছে মূল্যবান, কিন্তু আপনার জীবন সবকিছুর  থেকে গুরুত্বপূর্ণ। ”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved