মহানগর ডেস্ক: পরনে শাড়ি। পায়ে চটি। স্পেনের মাদ্রিদের পার্কে সঙ্গীদের সঙ্গে নিয়ে জগিং করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Jogging)। বার্তা দিলেন, চনমনে থাকুন, সুস্থ থাকুন। তাঁর জগিং করার ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মমতা নিজেই। ক্যাপশন দিয়েছেন, তরতাজা সকাল। এমন দারুণ জগিং করে সারাদিনের জন্য নিজের কাজে মন দিন।
প্রত্যেকে ফিট থাকুন, সুস্থ থাকুন। কব্জিতে স্মার্ট ওয়াচ পরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শাড়ি পরে এবং পায়ে স্লিপার গলিয়ে জগিং করতে দেখা গিয়েছে ইউরোপের স্পেনের মাদ্রিদের পার্কে। মুখ্যমন্ত্রী এমনিতে প্রতিদিন ট্রেড মিল করে থাকে। ২০১৯ সালে পোস্ট করা ভিডিওয়ে দেখা গিয়েছে দার্জিলিংয়ের পাহাড়ে তাঁকে জগিং করতে। পারিষদদের নিয়ে দশ কিলোমিটার জগিং করেছিলেন তিনি। তাঁর পোস্ট করা আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে তাঁকে অ্যাকোর্ডিয়ান বাজাতে।
একটি পার্কে বক্স আকারের ওই অ্যাকোর্ডিয়ান বাজাচ্ছেন তিনি। তাঁর কথায়, সুর চিরকালের। যতদিন না আপনার মৃত্যু হচ্ছে, ততদিন সুর আপনার সঙ্গেসঙ্গে থেকে যাবে। জানা গিয়েছে সারা বিশ্বের জনপ্রিয় স্পেনের লিগ লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবে। ফুটবল নিয়ে একটা চুক্তি করারও কথা। লা লিগা হচ্ছে বিশ্বের জনপ্রিয়তম পেশাদার খেলার লিগ। প্রতিষ্ঠা হয়েছিল ১৯২৯ সালে। জনপ্রিয় ফুটবল দল এফসি বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিল্লা এফসি এই লিগে খেলে থাকে।