Home World Most Expensive Charpai: আমেরিকার ই-কমার্স প্ল্যাটফর্মে এই খাঁটি ভারতীয় খাটিয়ার দাম কত জানলে চমকে উঠবেন

Most Expensive Charpai: আমেরিকার ই-কমার্স প্ল্যাটফর্মে এই খাঁটি ভারতীয় খাটিয়ার দাম কত জানলে চমকে উঠবেন

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: একেকটা খাটিয়ার (Wooden Char pai) দাম কত হতে পারে? দাম একেক খাটিয়ার এক একরকম হতে পারে। খুব ভালো খাটিয়ার দাম পনেরো থেকে তিরিশ হাজার পর্যন্ত হতে পারে। তবে দাম নির্ভর করছে কাঠের ওপর (Most Expensive Char pai)। কিন্তু যদি বলা হয় একটা খাটিয়ার দাম পড়বে এক লক্ষ এক হাজার টাকা,তাহলে নিশ্চয়ই চমকে উঠবেন। শুধু আপনি নন, অনেকেই। কারণ একটা খাটিয়ার দাম কখনওই এত হতে পারে না বলে অনেকেই তর্ক জুড়ে দেবেন। তবে আজকাল সব জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে চড়ছে। তবে দাম চড়লেও এত দামে একটা খাটিয়া কেনার কথা কে ভাবতে পারে। দাম শুনে চোখ চড়কগাছ হওয়ারই কথা। কারণ একটা খাটিয়া বা চারপাইয়ের দাম যে সব হিসেবে গোলমাল করে দিয়েছে।

 হ্যাঁ, ই কমার্স প্ল্যাটফর্মে একটি খাটিয়ার দাম ধার্ষ করা হয়েছে এক লাখ এক হাজার টাকা। ই কমার্সের প্ল্যাটফর্মে এই দাম ছাড়াও এক লক্ষ চার হাজার টাকার খাটিয়া বা চার পাইও রয়েছে। আমেরিকার ই কমার্স সংস্থা এটসি খাটিয়া বা চারপাইকে দারুণভাবে সাজানো ঐতিহ্যশালী ভারতীয় বিছানা বলে বর্ণনা করেছে।

খাটিয়া সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে এই জিনিসটা হাতে তৈরি এবং ভারতের একটি ছোট ব্যবসা কেন্দ্র থেকে পাঠানো হয়েছে। চার পাইয়ের আকার ও তার ওপরে শোওয়ার জায়গা হিসেবে যা রয়েছে, তা তৈরিতে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে, তারও নিখুঁত বর্ণনা রয়েছে। আমেরিকার ওই ওয়েবসাইটে দামি চারপাই ও আরও অনেক জিনিসের কথা জানানো হয়েছে। এই চারপাই ভারতের একটি দোকানে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে এই চারপাইয়ের সরবরাহ কম বলে জানানো হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved