বিক্রম ব্যানার্জী: ছেলের মৃত্যুর কারণ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবটকে দায়ী করলেন মা মেগান গার্সিয়া। ঘটনাস্থল, আমেরিকার ফ্লোরিডার অরল্যান্ডোয়। মহিলার অভিযোগ, এআই চালিত চ্যাটবট থেকে উৎসাহ পেয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছে তার 14 বয়সী ছেলে। ফলত নির্মাতার বিরুদ্ধে রুজু হয়েছে মামলা।
কিশোরের আত্মহত্যার কারণ ক্যারেক্টার.এআই?
গত মঙ্গলবার ছেলের আত্মহত্যার ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাট বটকে দায়ী করে ফ্লোরিডার অরল্যান্ডোয় চ্যাটবট প্ল্যাটফর্ম ক্যারেক্টার.এআই নির্মাতার বিরুদ্ধে মামলা দায়ের করেন মা মেগান গার্সিয়া। ছেলের মৃত্যু প্রসঙ্গে মেগানের অভিযোগ, “গেম অব থ্রোনসের একটি ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার.এআইয়ের সাহায্য নিত তার ছেলে। মাঝেমধ্যেই তাকে ক্যারেক্টার.এআই নিয়ে সময় কাটাতে দেখা যেত।
মাঝেমধ্যেই প্ল্যাটফর্মটিকে ঘিরে চিন্তিত থাকত ওই কিশোর। আর সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ছেলে সেওয়েল।” মামলা দায়ের করে মেগান আরও জানান, “চরম যৌন তাড়না’ ও ‘ভয়ংকর বাস্তব অভিজ্ঞতা উপস্থাপন করে ছেলেকে টার্গেট করা হয়েছিল আর সেই ফাঁদে পা দিয়েই মৃত্যু হয়েছে তার।” যদিও অন্যায় ভাবে ছেলেকে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার জন্য প্ল্যাটফর্মটির থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন মা মেগান।
উল্লেখ্য, কিশোরের মৃত্যু প্রসঙ্গে ক্যারেক্টার.এআই প্ল্যাটফর্মটির তরফে X মাধ্যমে পোস্ট করে জানানো হয়, ‘ব্যবহারকারীর মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। তার পরিবারের উদ্দেশ্যে সমবেদনা।’ ছেলের মৃত্যুতে মায়ের দায়ের করা মামলায় কাঠগড়ায় উঠেছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্ল্যাটফর্ম গুগলও। তবে প্রতিষ্ঠানটির তরফে স্পষ্ট জানানো হয়েছে ক্যারেক্টার.এআই এর সাথে তাদের কোনও রকম সম্পর্ক নেই।
আরও পড়ুন: পুনে থেকে উদ্ধার 21 জন বাংলাদেশী অনুপ্রবেশকারী, পাওয়া গেছে একাধিক জাল পরিচয়পত্র