মহানগর ডেস্ক: বর্তমানে গোটা বিশ্বে জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে জনবহুল দেশগুলির মধ্যে এগিয়ে থাকার প্রতিযোগিতা তুঙ্গে উঠেছে। গোটা বিশ্বে জনসংখ্যার নিরিখে ইতিমধ্যেই চিনকে পিছনে ফেলে এগিয়ে গেছে ভারত। তবে এতো গেল ভারত আর চিনের প্রসঙ্গ। জানেন 2024 সালে দাঁড়িয়ে জনসংখ্যার বিচারে প্রথম দশে কোন কোন দেশ? রইল সেই তথ্য।
জনসংখ্যার বিচারে প্রথম দশ আসনে রয়েছে এই দেশগুলি–
ভারত
এশিয়ার অন্যতম সুন্দর দেশ ভারত বর্তমানে চিনের জনসংখ্যাকে হার মানিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠেছে। ভারতের বর্তমান জনসংখ্যা 145 কোটি 9 লক্ষ 40 হাজার।
চিন
জনসংখ্যার বিচারে একটা সময়ে বিশ্বের জনবহুল দেশ গুলির তালিকায় শীর্ষে থাকা চিন এখন দ্বিতীয় স্থান পেয়েছে। সর্বাধিক জনসংখ্যার বিচারে ভারতের পরে থাকা চিনের বর্তমান জনসংখ্যা প্রায় 141 কোটি 14 লক্ষ।
আমেরিকা
সামরিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে অন্যান্য প্রযুক্তিতে এগিয়ে থাকলেও জনসংখ্যার বিচারে আমেরিকার স্থান তৃতীয়। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির তালিকায় 3 নম্বরে থাকা এই দেশে 34 কোটিরও বেশি লোক বসবাস করেন।
ইন্দোনেশিয়া
বিশ্বের শীর্ষ দেশ গুলির তালিকায় ইন্দোনেশিয়া জায়গা পেয়েছে 4 নম্বরে। এই দেশটির মোট জনসংখ্যা 28 কোটি 35 লক্ষের কাছাকাছি। যা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অনেকটাই কম।
পাকিস্তান
বিশ্বে সবচেয়ে জনবহুল দেশ হওয়ার দৌড়ে পাকিস্তানের চাকা থেমে গিয়েছে 5 নম্বরে। এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 25 কোটি 13 লক্ষ।
আরও পড়ুন: দীপাবলির আগেই লঞ্চ হতে পারে Honor Magic 7 সিরিজ, স্পেসিফিকেশনস্ জানলে চমকে যাবেন
প্রসঙ্গত, উপরিউক্ত দেশগুলি ছাড়াও বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির তালিকায় যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থানে রয়েছে নাইজেরিয়া, ব্রাজিল, বাংলাদেশ, রাশিয়া ও ইথিওপিয়া।