মহানগর ডেস্ক: চীন-পন্থী প্রচারের জন্য অর্থ পাওয়ার অভিযোগে গ্রেফতার হল নিউজক্লিকের প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক, প্রবীর পুরকায়স্থ। বেআইনি কার্যকলাপ আইনের অধীনে তাঁকে মঙ্গলবার গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। নিউজক্লিকের মানবসম্পদ প্রধান অমিত চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়েছে। গতকাল প্রবীর পুরকায়স্থকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের স্পেশাল সেল অফিসে আনা হয়েছিল। পাশাপাশি নিউক্লিকের অফিস এখন সিল করে দিয়েছে পুলিশ।
দিল্লি পুলিশ মঙ্গলবার ইউএপিএ মামলার সঙ্গে সম্পর্কিত অনলাইন পোর্টাল নিউজক্লিকের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সাংবাদিক এবং কর্মচারীদের বাড়িতে হানা দিয়েছে। এ ঘটনায় মোট ৪৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অভিযানে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ একাধিক ইলেকট্রনিক জিনিস এবং হার্ডডিস্কের ডাটা ডাম্প জব্দ করেছে পুলিশ। অনুসন্ধানগুলি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র নির্দেশে করা হয়েছিল। পুলিশ তাঁদের বিদেশ ভ্রমণ, শাহিনবাগে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে বিক্ষোভের পাশাপাশি কৃষকদের আন্দোলন সহ বিভিন্ন বিষয়ে ২৫ টি প্রশ্নের একটি তালিকা তৈরি করেছে।
নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, ওয়েবসাইটটি সম্প্রতি ভারতে চীনপন্থী প্রচারের জন্য মার্কিন কোটিপতি নেভিল রায় সিংহামের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগে শিরোনাম হয়েছে। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এক্স-এ বলেছে যে, নিউজক্লিকের সঙ্গে যুক্ত সাংবাদিক ও লেখকদের বাড়িতে অভিযান চালানোর বিষয় টিতে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন।