Home Entertainment অস্কারের সেরা মঞ্চে জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ‘oppenhiemer’, ঝুলিতে ৭ বিভাগের পুরস্কার

অস্কারের সেরা মঞ্চে জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ‘oppenhiemer’, ঝুলিতে ৭ বিভাগের পুরস্কার

oscar 2024 96th academy awards list,oppenhiemer best of the best of this year

by Arpita Mukherjee
41 views

মহানগর ডেস্কঃঅস্কার’ বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সেরা এবং কাঙ্খিত একটি পুরস্কার। তবে জানেন কি এবার কাদের কাদের ঝুলিতে পৌঁছে গেল এই কাঙ্খিত পুর‘স্কারটি? এবারের ৯৬ তম অস্কারের সেরা মঞ্চে পরিচালক সহ একাধিক অভিনেতা-অভিনেত্রি এবং বিভিন্ন বিনোদন জগতের নানান বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবং এই মঞ্চেই অস্কারের জন্য বিশেষ জায়গা করে নিয়েছে ক্রিস্টোফার নোলানের পরিচালিত ‘ওপেনহাইমার’। জানা যাছে, এই ‘ওপেনহেইমার’ মোট ১৩ টি মনোনয়ন পেয়েছিল। তার মধ্যে ৭ টি বিভাগে জিতেছে পুরষ্কার।

ক্রিস্টোফার নোলান একের পর এক অনবদ্য ছবি উপহার দিয়ে গিয়েছেন তাঁর দর্শকদের। মেমেন্টো, ম্যান অফ স্টিল, দ্য ডার্ক নাইট,-এর মতো নামকরা সমস্ত সিনেমা তাঁরিই নির্মিত।তবে এবার ‘অপেনহাইমার’-এর হাত ধরেই দীর্ঘ ২২ বছর পর তাঁর ঝুলিতে এল সবচেয়ে বড়ো পুরস্কার, অস্কার।

এর পাশাপাশি  ‘ওপেনহাইমার’-এর অভিনেতা রবার্ট ডাউনি, যিনি একজন  আমেরিকান অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনিও জিতে নিলেন পুরস্কার। রবার্ট ডাউনি জুনিয়র, সারা বিশ্বের কাছে ‘আয়রন ম্যান’ নামেই সবচেয়ে বেশি জনপ্রিয়। তিনি অ্যাকাডেমি পুরস্কারের জন্য তিনবার মনোনীত হয়েছেন। এবার সেরা পার্শ্ব অভিনেতার জন্য অস্কার পেলেন তিনি। তবে এটাই তাঁর প্রথম অস্কার প্রাপ্তি। এছাড়াও মোট সেরা পরিচালক, সেরা ছবি, সেরা অভিনেতার-সহ ৭টি পুরষ্কার জিতে নিয়েছে  নুলানের পরিচালিত এই ছবি।

জেনে নিন সম্পূর্ন পুরস্কারের তালিকাঃ

সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান ‘ওপেনহাইমার’

সেরা ছবি: ‘ওপেনহাইমার’

সেরা অভিনেতা: ‘ওপেনহাইমার’-এর জন্য সিলিয়ান মারফি

সেরা অভিনেত্রী: এমা স্টোন
সেরা মৌলিক গান: ‘বার্বি’
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: লুডভিগ গোরানসন, ‘ওপেনহাইমার’

 সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম: ‘দ্য লাস্ট রিপেয়ার শপ’
বেস্ট ফিল্ম এডিটিং: ‘ওপেনহেইমার’
বেস্ট ভিজ্যুয়াল ইফেক্ট: ‘গডজিলা মাইনাস ওয়ান’সেরা সিনেমাটোগ্রাফি: ‘ওপেনহাইমার’-এর হয়তে ভ্যান হয়তেমা
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম: ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’, জোনাথন গ্লেজার পরিচা‍লিত

 সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: ওয়েস অ্যান্ডারসন এবং স্টিভেন রেলস, দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: টোয়েন্টি ডেস ইন মারিওপোল

সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র

সেরা পার্শ্ব অভিনেত্রী: দা-ওয়াইন, জয় র‍্যান্ডলফ, দ্য হোল্ডওয়েজ সেরা

বেস্ট মেকআপ এবং হেয়ারস্টাইল: ‘পুওর থিংস’-এর জন্য নাদিয়া স্টেসি, মার্ক কুলিয়ার এবং জোশ ভাস্টেন
সেরা অভিযোজিত চিত্রনাট্য: আমেরিকান ফিকশন, কর্ড জেফারসন
সেরা মৌলিক চিত্রনাট্য: এনিমি অফ এ ফল
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: দ্য বয় অ্যান্ড দ্যইয়ান

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved