Home World ইরানের সন্ত্রাসবাদী ঘাঁটিতে পাল্টা হামলা চালাল পাকিস্তান! ৪ শিশু সহ মৃত ৩ মহিলা 

ইরানের সন্ত্রাসবাদী ঘাঁটিতে পাল্টা হামলা চালাল পাকিস্তান! ৪ শিশু সহ মৃত ৩ মহিলা 

by Mahanagar Desk
39 views

মহানগর ডেস্ক: জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে বালুচিস্তানে ইরানের মারাত্মক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর এ বার ইরানের উপর পাকিস্তান পাল্টা হামলা চালাল। সূত্রের খবর অনুযায়ী,পাকিস্তান বালুচিস্তানে ইরানের হামলার পরের দিনই সে দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে।সূত্রের খবর, সেই হামলায় চার জন শিশু এবং তিন জন মহিলার মৃত্যু হয়েছে।

ইরাকের কুর্দিস্তান এবং সিরিয়ায় ইজ়রায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ডেরায় সোমবার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাদের দাবি,জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে সেই হামলা চালানো হয়। তেহরান মঙ্গলবার পাকিস্তানের উপর হামলার কথা স্বীকার করেছে। পাশাপাশি, ইরানের বিদেশমন্ত্রী স্বীকার করেছেন যে, জঙ্গি সংগঠন জইশ আল অদল বা আর্মি অফ জাস্টিসের ঘাঁটি ধ্বংস করাই ওই হামলার লক্ষ্য ছিল।দুই শিশুর মৃত্যু হয়েছে সেই হামলায় এবং তিন জন আহত হয়েছেন বলেও দাবি পাকিস্তানের। একই সঙ্গে পাকিস্তান সরকার জানিয়েছিল, কোনও উস্কানি ছাড়ায় বালুচিস্তানে হামলা চালিয়েছে ইরান এবং তা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জের নীতির পরিপন্থী।

একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান,যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না এই ধরনের হামলা। এমনকি, পাকিস্তান হুমকি দিয়েছিল পরবর্তীকালে এর ‘ফল ভুগতে হবে’। এর এক দিন পরেই খবর প্রকাশ্যে এসেছে,পাকিস্তানের পক্ষ থেকে ইরান ভূখণ্ডে হামলা চালানোর।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved