মহানগর ডেস্ক: মহাকাশে কীরকম শব্দ হয়,তা নিয়ে আমাদের কৌতূহল থাকলেও আমরা জানি না কতরকমের শব্দ হয় সেখানে। এবার শুধু মহাকাশে ঘটে চলা নানা শব্দের বৈচিত্রই নয়, মার্কিন স্পেস এজেন্সি মহাকাশের অপার্থিব শব্দকে গানে রূপান্তর করল। তাদের এই অভিনব উদ্যোগে সহায়তা করেছেন মিউজিক কমপোজার সোফি কাস্টনার। তবে শুধু তাই নয়, নাসা কাস্টনারের সহায়তায় গানের নোট প্রকাশ করেছে। ওয়েবসাইটে নোটটি প্রকাশ করে নাসা জানিয়েছে ডেটা সংগ্রহ করা হয়েছে তাদের টেলিস্কোপের সাহায্যে। সেই নোটের সাহায্যে কোনও মানুয গান করতে পারবেন।
নোটটি আসল গানের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। যে প্রক্রিয়ার সাহায্যে অভিনব ঘটনাটি ঘটানো হয়েছে, তাকে সোনিফিকেশন প্লে লিস্ট বলা হয়। গত কয়েক বছর ধরেই নাসা মহাকাশের শব্দ সংগ্রহ করেছে। মার্কিন স্পেস এজেন্সির এই সাম্প্রতিকতম উদ্যোগে শ্রোতারা ছবির বদলে ডেটার মাধ্যমে শোনার অভিজ্ঞতা লাভ করবেন। এটি মহাকাশের তথ্য প্রকাশ করার এটি আরও সাধারণ পথ। নাসা জানিয়েছে এটি ঠিক সত্যি ঘটনার ওপর ভিত্তিতে একটি কাল্পনিক গল্পের মতো। কাস্টনারকে উধৃত করে জানানো হয়েছে মহাকাশের তথ্য শব্দে রপান্তরিত করা হচ্ছে যাতে মানুষ নতুন এক মোচড় দিতে পারে। ডেটাগুলি নাসা সংগ্রহ করেছে চন্দ্র এক্স-রে অবজার্ভেটরি, হাবল স্পেস টেলিস্কোপ ও বর্তমানে অকেজো হওয়া স্পিৎজার স্পেস টেলিস্কোপের সহায়তায়।