Home World কোভিডের থাবা, G20 সম্মেলনে আসছেন না স্পেনের রাষ্ট্রপতি

কোভিডের থাবা, G20 সম্মেলনে আসছেন না স্পেনের রাষ্ট্রপতি

by Shreya Maji
3 views

মহানগর ডেস্ক: G20 সম্মেলনে যোগদান করতে দিল্লি সফর বাতিল করলেন স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজ। তিনি জানিয়েছেন বৃহস্পতিবার করোনা পরীক্ষা করেছেন এবং রিপোর্ট পজিটিভ এসেছে। তাই তিনি নয়াদিল্লিতে G20 সম্মেলনে যোগ দিতে পারবেন না।  তবে প্রেসিডেন্ট সানচেজ জানান, তিনি আপাতত ভালো রয়েছেন।

স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজ জানান, স্পেনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো সান্তামারিয়া এবং পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস G20 সম্মেলনে তাঁর হয়ে প্রতিনিধিত্ব করবেন। প্রেসিডেন্ট সানচেজ রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং চিনের শি জিনপিংয়ের সাথে শীর্ষ সম্মেলন থেকে নিজেদের উপস্থিতির কথা প্রত্যাহার করছেন। প্রসঙ্গত, দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী। তবে শুক্রবার দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন বাইডেন।

দেশের রাজধানীতে রাজকীয় আয়োজন শুরু হয়ে গিয়েছে দেশ বিদেশের তাবড় অতিথিদের সম্মানে। জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে বিশ্বের বহু রাষ্ট্রনেতারা ভারতে পা রাখতে চলেছেন। সেজে উঠেছে দিল্লি। নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আঁটোসাঁটো। আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানীতে G20 সম্মেলন। ভারতের সভাপতিত্বে জি ২০ এর এই সম্মেলন আয়োজিত হতে চলেছে দিল্লিতে। রাষ্ট্র নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় ৩০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি দেশ এবং ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধান এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

  .

You may also like