Home World Telapia Fish Tragedy: সামুদ্রিক তেলাপিয়া মাছের রান্না খেয়ে দু হাত,দু পা বাদ গেল ক্যালিফোর্নিয়ার এই মহিলার

Telapia Fish Tragedy: সামুদ্রিক তেলাপিয়া মাছের রান্না খেয়ে দু হাত,দু পা বাদ গেল ক্যালিফোর্নিয়ার এই মহিলার

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: স্থানীয় মাছের বাজার থেকে কিনে এনেছিলেন তেলাপিয়া মাছ (Telapia Fish Tragedy) । তারপর মাছ কেটেকুটে বসিয়েছিলেন রান্নায়। মাছ অবশ্য পুরোপুরি রান্না হয়নি। আধসেদ্ধ অবস্থাতেই খেয়েছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা চল্লিশ বছরের লরা বারাজাস। ঠিকমতো রান্না না হওয়া মাছ খাওয়ার পরই বিপত্তি। ব্যাকটেরিয়াল সংক্রমণে তাঁকে খোয়াতে হল দুটি হাত, দুটি পা। অনুমান করা হচ্ছে আধ কাঁচা তেলাপিয়া মাছ খাওয়ার পরেই এমন অঘটন ঘটেছে।

তাঁকে একমাস হাসপাতালে ভর্তি করা হয়। একমাস পরে বাদ দিতে হয় তাঁর দু হাত ও দু পা। লরার বান্ধবীরা এখবর জানিয়েছেন। খবরটি প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক পোস্টে। লরার বান্ধবী মেসিনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই ঘটনাটা একেবারে সহ্য করা যাচ্ছে না। একদম ভয়ঙ্কর ঘটনা। এমন ঘটনার শিকার তাঁদের যে কেউ হতে পারেন। মেসিনা জানান সান জোসের বাজার থেকে কিনে আনা তেলাপিয়া মাছ খাওয়ার পরই লরা অসুস্থ হয়ে পড়ে। বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যায়। প্রায় মারাই গিয়েছেন লরা। রেসপিরেটরের ওপর নির্ভর করে রয়েছে ও।

রান্না করা মাছ খাওয়ার পর আস্তে আস্তে কোমায় আচ্ছন্ন হয়ে পড়েন লরা। তাঁর আঙুলগুলো কালো হতে শুরু করে। পায়ের অবস্থাও তথৈবচ। ঠোঁট জোড়াও কালো হয়ে যায়। পুরো মাত্রায় সেপসিসে আক্রান্ত হন তিনি। কিডনিও অকেজো হয়ে পড়ে। মেসিনা জানান লরা সামুদ্রিক মাছ ও সমুদ্রের জলের মহাশক্তিশালী ভয়ঙ্কর ব্যাকটেরিয়াম ভিব্রিও ভালনিফিকাসয় সংক্রমিত হন। সামুদ্রিক মাছ ঠিকমতো রান্না না করলে এই ব্যাকটিরিয়া হানা দিয়ে থাকে। ইউসিএসএফের সংক্রামক রোদ বিশেষজ্ঞ ড. নাতাশা স্পটিসউডের মতে, দূষিত খাবার খেলে এই ধরণের ব্যাকটিরিয়ার ভয়াবহ সংক্রমণ হয়ে থাকে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved