মহানগর ডেস্কঃ অবশেষে বিচ্ছেদ পর্ব শুরু হচ্ছে চাঁদের কক্ষপথে। বুধবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এক্স হ্যান্ডলে জানায়, আজ, চাঁদের কক্ষপথে মহাকাশযান প্রপালশন মডিউল থেকে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম বিচ্ছিন্ন হবে। বুধবার চাঁদের কক্ষপথে আবারো লাফ দিয়েছে চন্দ্রযান-৩। চাঁদের কক্ষপথের আরো কাছাকাছি চলে গিয়েছে সে। অভিযানের পরিকল্পনা বলছে এটাই ছিল কক্ষপথ পরিবর্তনের শেষ পর্যায়।
ইসরো সূত্রের জানা গিয়েছে, মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে ল্যান্ডার মডিউল চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার উপরের কক্ষপথে পৌঁছবে। তারপর সেখান থেকে চাঁদের মাটিতে ধাপে ধাপে তাকে নামানো হবে তাকে। ২৩ অগস্ট সন্ধ্যা পৌনে ছটা নাগাদ ভারতের ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে নামার কথা। কিন্তু তার আগেই ভারতের চন্দ্রযান- ৩ চাঁদের মাটিতে নেমে পড়বে কিনা, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। মূল মহাকাশযান থেকে বিক্রমের বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই এমন জল্পনা চলছে।
বিচ্ছিন্ন হওয়া এবং অবতরণের মধ্যে খুব বেশি ব্যবধান রাখা সম্ভব নয়। বৃহস্পতিবার বিক্রম আলাদা হয়ে গেলেই অনেক দিন সময় হাতে পাওয়া যাবে তাকে চাঁদের মাটিতে নামানোর জন্য। একথা স্বীকার করে নিয়েছেন ইসরো কর্তারা। মূল মহাকাশযানের থেকে বিক্রম আকারে ছোট। তাই তাকে ঘুরপাক খাইয়ে নামানো সহজ হবে।
তবে কি ঘোষিত সময়ের আগেই ল্যাডার বিক্রমকে চাঁদের মাটিতে নামানো হবে? এই বিষয়ে সরাসরি কোন মন্তব্য করতে নারাজ ইসরোকর্তারা। ঘোষিত সময়ের আগে যদি চন্দ্রপৃষ্ঠে ল্যাডারকে নামানো হয় তাহলে সরকারের সর্বোচ্চ মহল সিদ্ধান্ত নিলে তবেই তা সম্ভব হবে। মহাকাশ গবেষণা দফতরকে নিয়ন্ত্রন করে প্রধানমন্ত্রীর দফতর। তাই অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মহাকাশ গবেষণা দফতর থেকেই আসবে, তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। বিক্রম নির্ধারিত সময়ের আগেই চাঁদে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে কিনা, সেটাই এখন দেখার বিষয়।