মহানগর ডেস্ক: জি-টোয়েন্টি বৈঠকে সভাপতিত্বের জন্য ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিল্লিতে অনুষ্ঠিত জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন থেকে দেশে ফিরেছেন। তিনি এই বৈঠক নিয়ে খুব ইতিবাচক এবং আশাবাদী । এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে।
ভারতকে শুভেচ্ছা জানিয়ে আরও বলা হয়েছে, “জি- টোয়েন্টি বৈঠক থেকে ফিরে আসার পর, খুব ইতিবাচক এবং দিকনির্দেশনা সম্পর্কে আশাবাদী বাইডেন। জি-টোয়েন্টি বৈঠকে দুর্দান্ত কাজ হয়েছে এবং আমরা সবাই প্রধানমন্ত্রী মোদীর কাছে তার সভাপতিত্বে জন্য এবং ভারতের সভাপতিত্বে জন্য কৃতজ্ঞ।” ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কিরবি এমনটাই জানালেন সংবাদ মাধ্যমের কাছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির গোষ্ঠীভুক্তির ভারতীয় সভাপতিত্বে ৯ এবং ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত G20 নেতাদের শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে, কিরবি আরোও বলেন, বৈঠকটি খুব ফলপ্রসূ হয়েছে। নিউইয়র্ক ফরেন প্রেস সেন্টারে সাংবাদিকদের কাছে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ-স্তরের ৭৮তম অধিবেশনের পাশাপাশি, অন্যান্য বৈদেশিক নীতির বিষয়ে মার্কিন অগ্রাধিকারের বিষয়ে কথা বলেন কিরবি।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি আরোও বলেন, দিল্লিতে মোদী এবং বাইডেনের দ্বীপাক্ষিক বৈঠক হয়েছিল। কিন্তু নিউইয়র্কে থাকাকালীন তার এজেন্ডায় কোনো নির্দিষ্ট ভারত-কেন্দ্রিক বৈঠক হবে কিনা সেই বিষয়ে তিনি জানেন না। আগামিদিনে ভারত বিশ্বে অন্যতম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মনে করছে আমেরিকা। আর এ ব্যাপারে নয়াদিল্লির প্রতি আমেরিকার সমর্থন রয়েছে বলে জানালেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি।