বিক্রম ব্যানার্জী: মাস ঘুরলেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। আর তার আগেই দেশের বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সদ্য দুটি গির্জা পরিদর্শনে গিয়েছিলেন কমলা। অন্যদিকে ফুড রেস্তোরাঁ চেইন ম্যাকডোনাল্ডসে গিয়ে সেফের পোশাকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছেন ট্রাম্প। ভোটের আগে যেই খবর নজর কেড়েছে সকলের।
নির্বাচনের আগে ভোট প্রচারে কমলা-ট্রাম্প
তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোট প্রচার চালাচ্ছেন কমলা ও ট্রাম্প। ভোটারদের মন জয় করতে আপ্রাণ চেষ্টা চলছে দুজনেরই। জর্জিয়ার গিয়ে আগাম ভোট প্রচার সেরেছেন আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অন্যদিকে পেনসিলভানিয়া জুড়ে ভোটারদের মন জয় করতে প্রচার চালিয়েছেন ট্রাম্পও।
জর্জিয়ার স্টোনক্রিস্টে নিউ বার্থ মিশনারি ব্যাপ্টিস্ট চার্চে পৌঁছে সকল ভোটারদের উদ্দেশ্যে কমলা বলেন, বর্তমানে দেশের অবস্থা যা তাতে একটা বড় অংশ চেষ্টা করছে নির্বাচনের আগে হিংসা ছাড়াতে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছেন অনেকেই। তবে ভোটারদের অনেক বেশি সহনশীল এবং সংবেদনশীল হওয়ার কথা জানান তিনি। সেই সাথে ভবিষ্যত সুরক্ষিত করতে ভোট দেওয়ার আহ্বানও জানানো হয় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলার তরফে।
ম্যাকডোনাল্ডসে ঢুকে ফ্রেঞ্চ ফ্রাই ভাজলেন ট্রাম্প
সম্প্রতি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি খবর হইচই ফেলে দিয়েছে সমাজ মাধ্যমে। ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসের এক রেস্টুরেন্টে ঢুকে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে দেখা গেছে তাকে। এদিন নিজের স্যুট খুলে রেখে কালো-হলুদ অ্যাপ্রোনে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে থাকেন ট্রাম্প। শুধু তাই নয়, মুখরোচক খাবারটি বানাতে বানাতেই জানলা দিয়ে মুখ বাড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে ফ্রেঞ্চ ফ্রাই এগিয়ে দেন তিনি। যা দেখার জন্য ঠায় দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার সমর্থক। যদিও ফ্রেঞ্চ ফ্রাই ভাজার প্রসঙ্গে ট্রাম্প বলেন, এই কাজ করতে তার খুব ভাল লাগে। মাঝেমধ্যেই এগুলি করে বেশ মজা পান তিনি। এর আগে প্রতিদ্বন্দ্বী কমলা জানিয়েছেন ছাত্রী জীবনে ম্যাকডোনাল্ডসে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেন তিনি। কিন্তু সেই দাবি মানতে নারাজ ট্রাম্প।